বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্যাটেলাইটের ছবিতে পাক সীমান্তে হাজারো আফগান

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৮

স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহেও আফগানিস্তানের স্পিন বলদাক শহরের পাকিস্তান সীমান্তে হাজার হাজার আফগান দেশ ছাড়ার উদ্দেশ্যে অসহায়ভাবে অপেক্ষা করেন।

দীর্ঘ দুই দশক পর গত মাসে ফের তালেবানের দখলে যায় আফগানিস্তান। এর পরই হাজার হাজার ভীতসন্ত্রস্ত আফগান কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে।

কাঠফাটা রোদে তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন এই আশায়, কোনোমতে বিমানে চড়ে বিদেশে পাড়ি দিতে পারলেই দেখতে হবে না তালেবানের দমনমূলক শাসন।

কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া আফগানদের ছবি বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়।

তবে সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, শুধু কাবুল বিমানবন্দর নয়, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তান সীমান্ত দিয়েও দেশ ছাড়তে মরিয়া ছিলেন হাজারো আফগান।

স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহেও আফগানিস্তানের স্পিন বলদাক শহরের পাকিস্তান সীমান্তে হাজার হাজার আফগান দেশ ছাড়ার উদ্দেশ্যে অসহায়ভাবে অপেক্ষা করেন।

স্পিন বলদাকের চমন সীমান্ত আফগানিস্তান ও পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ক্রসিং।

পরিবারের সদস্য ও মালপত্র নিয়ে গত কয়েক সপ্তাহে এই সীমান্ত দিয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়া আফগানদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।

কাবুল এবং আফগানিস্তানের অন্যান্য শহরে পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে এই আফগানরা প্রাণের মায়ায় সীমান্তের দিকে ছোটেন। সম্প্রতি ওই সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান সরকার।

৬ সেপ্টেম্বর স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিগুলোতে দেখা যায়, চমন সীমান্তের আফগানিস্তান অংশে দেশটির বিপুল সংখ্যক নাগরিক জড়ো হয়েছেন।

সীমান্তবর্তী অঞ্চলে আফগানদের এ ভিড় দেখে বোঝা যায়, ২০ বছর পর তালেবানের ফের ক্ষমতা দখলে কী পরিমাণ আতঙ্কে রয়েছেন আফগানরা।

তালেবানের ভয়ে পরদেশে শরণার্থী শিবিরে মানবেতর জীবন কাটাতেও রাজি তারা।

১৫ আগস্ট কাবুল ঘিরে ফেলার একপর্যায়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

শুরুতে নারী ইস্যুসহ অন্যান্য ইস্যুতে নমনীয় অবস্থানের অঙ্গীকার করেছিল তালেবান। ২০ বছর আগের শাসনামলে পুরোপুরি ফিরবে না বলেও জানান সংগঠনটির নেতারা।

তবে তালেবানের সাম্প্রতিক পদক্ষেপে এ ধরনের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর