বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গের পাঠ্যসূচিতে করোনাভাইরাস

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২৯

চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির শরীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বইয়ের অধ্যায়ে বিষয়টি রাখা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও করোনাভাইরাস সম্পর্কিত বিষয়ে বিস্তারিত উল্লেখ হতে চলেছে। স্বাস্থ্য প্রটোকলও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে।

পশ্চিমবঙ্গ সরকারের একাদশ শ্রেণির পাঠ্যসূচিতে করোনাভাইরাস সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির শরীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বইয়ের অধ্যায়ে ‘করোনা ভাইরাসের চরিত্র কী? কীভাবে তা সংক্রমিত হয়’ ইত্যাদি বিস্তারিত পাঠ রাখা হয়েছে।

আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও করোনাভাইরাস সম্পর্কিত বিষয়ে বিস্তারিত উল্লেখ হতে চলেছে। স্বাস্থ্য প্রটোকলও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে বলে স্কুল শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল বণিক এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বিদ্যালয় স্তর থেকে করোনাভাইরাস সম্পর্কে অন্তর্ভুক্তি প্রশংসনীয় এবং সাধুবাদযোগ্য।

‘করোনাভাইরাস কোনোদিন চলে যাবে না। গোড়া থেকে এই ভাইরাস সম্পর্কে বোঝাতে হবে। ছাত্র-ছাত্রীদের জীবন থেকে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হলে, জনগোষ্ঠীর লাভই হবে।’

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য জানান, ‘করোনাভাইরাস কী, সেই সম্পর্কে সারা বিশ্বে একসময় তোলপাড় পড়ে গিয়েছিল। তা ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সমাজকে জানানো গেলে লাভ হবে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।’

করোনাভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তারিত বর্ণনা থাকবে পাঠ্যসূচিতে। ছাত্র-ছাত্রীদের সচেতনতার সঙ্গে তাদের মাধ্যমে সমাজে এসব রোগ সম্পর্কে প্রচার হলে মানুষের লাভ হবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সারা বিশ্বে তোলপাড় ফেলে দেয়া করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি ভারত।

করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর তথ্যের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, শনিবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩৩০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জনের।

এ বিভাগের আরো খবর