বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালেবানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৭

ছেলে ও স্বামীকে বেঁধে রেখে তাদের সামনেই শনিবার রাত ১০টার দিকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় পত্রিকার আফগান সাংবাদিক বিলাল সারওয়ারি।

আফগানিস্তানে এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

বিবিসির খবরে বলা হয়, একজন প্রত্যক্ষদর্শী ওই নারীকে গুলি করে হত্যা করতে দেখেছেন। তারা সবাই আরবিতে কথা বলছিলেন।

ওই নারীর নাম বানু নিগার। তিনি দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরের বাসিন্দা।

পরিবারের দাবি, নিগার স্থানীয় একটি কারাগারে কাজ করতেন এবং আট মাসের গর্ভবতী ছিলেন। তাদের সামনেই নিগারকে গুলি করা হয়।

আফগানিস্তানে যখন ক্রমবর্ধমান নারী নিপীড়নের বিভিন্ন খবর সামনে আসছে ঠিক তখনই এই হত্যাকাণ্ড ঘটল।

ছেলে ও স্বামীকে বেঁধে রেখে তাদের সামনেই শনিবার রাত ১০টার দিকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় আফগান সাংবাদিক বিলাল সারওয়ারি।

শনিবার তিনজন বন্দুকধারী তার বাড়িতে এসে তল্লাশি চালায়। এরপর তাদের ধরে বেঁধে ফেলা হয়।

তালেবান ওই নারীকে হত্যার খবর অস্বীকার করেছে। ক্ষমতাসীন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা এই হত্যাকাণ্ড সম্পর্কে জেনেছি। এটা নিশ্চিত করছি এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে।’

তালেবান ক্ষমতা নেয়ার পরই সব সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। নিগার হত্যা ব্যক্তিগত শত্রুতার জেরে বলে মন্তব্য করেন জাবিহুল্লাহ মুজাহিদ।

১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ ক্ষমতা নেয় তালেবান। এরপর তারা ঘোষণা করে, দেশটিতে নারীদের সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে।

এ বিভাগের আরো খবর