পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর দেশটির পরিস্থিতি সময়ের সঙ্গে ভয়াবহ হয়ে উঠছে। আবার গোলাগুলির ঘটনা ঘটেছে কাবুল বিমানবন্দরে।
দেশটিতে অবস্থান করা জার্মান সেনাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার কাবুল বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন আফগান রক্ষী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। এ নিয়ে গত ৯ দিনে বিমানবন্দরে প্রাণ গেছে ২২ আফগানের।
সিএনএন বলছে, বিমানবন্দরের উত্তর গেটের কাছ থেকে একজন স্নাইপার আফগান নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিমান বন্দরে প্রায় ৬০০ আফগান সেনা উপস্থিত ছিল, যারা যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তান ছাড়তে সাহায্য করছিল।
সিএনএন আরও জানায়, স্নাইপার গুলি চালানোর পর পাল্টা গুলি ছোড়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির সেনারা। সংঘর্ষের সময় তিন আফগান সেনা আহত হয়। তাদের বিমানবন্দর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে ন্যাটো। যদিও বিমানবন্দরের বাইরে তালেবান যোদ্ধা মোতায়েন করা হয়েছে। তারা সেখানে কী করছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেদিন থেকেই প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে সাধারণ আফগানরা। দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে ফেরত নিচ্ছে বিভিন্ন দেশ। তাদের আশঙ্কা চলতি মাসের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার হলে, হুমকিতে পড়বে তাদের জীবন।