বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমীক্ষায় জনপ্রিয়তা কমেছে মোদির

  •    
  • ১৭ আগস্ট, ২০২১ ১৫:২৩

প্রধানমন্ত্রীর জন্য দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় পছন্দ হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পেয়েছেন ১১ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১০ শতাংশ মানুষের প্রথম পছন্দ প্রধানমন্ত্রী হিসেবে। চতুর্থ স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারা দুজনেই পেয়েছেন ৮ শতাংশ ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী দেখতে চান ৭ শতাংশ মানুষ।

‘ইন্ডিয়া টুডে’ ম্যাগাজিনের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি গত বছর পর্যন্ত দেশের ৬৬ শতাংশ মানুষের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ ছিলেন, এক বছরের ব্যবধানে চলতি বছরের আগস্টে সেই পছন্দ ২৪ শতাংশে নেমে গেছে।

প্রধানমন্ত্রীর জন্য দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় পছন্দ হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পেয়েছেন ১১ শতাংশ ভোট।

তৃতীয় স্থানে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১০ শতাংশ মানুষের প্রথম পছন্দ প্রধানমন্ত্রী হিসেবে।

চতুর্থ স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারা দুজনেই পেয়েছেন ৮ শতাংশ ভোট।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী দেখতে চান ৭ শতাংশ মানুষ।

সমীক্ষা অনুযায়ী, মোদি ও অমিত শাহ ছাড়া অন্য সবার প্রতি মানুষের সমর্থন বেড়েছে।

২০২০ সালের আগস্ট মাসে একই ‘মুড অফ দ্য নেশন’ শীর্ষক সমীক্ষায় মোদিকে ফের প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন ৬৬ শতাংশ মানুষ।

সেই সমীক্ষায় রাহুল ছিলেন দ্বিতীয় স্থানে, ৮ শতাংশ মানুষের প্রথম পছন্দ ছিলেন তিনি।

তৃতীয় স্থানে ছিলেন অমিত শাহ, ভোট পেয়েছিলেন ৪ শতাংশ।

৩ শতাংশ ভোট পেয়ে আদিত্যনাথ ছিলেন চতুর্থ স্থানে।

কেজরিওয়াল ও মমতা যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে ছিলেন ৩ ও ২ শতাংশ মানুষের সমর্থন পেয়ে।

এক বছর আগের চেয়ে অমিত শাহর ভোট এবার বেশি হলেও গত জানুয়ারিতে ইন্ডিয়া টুডেরই আরেক সমীক্ষার (৮%) তুলনায় কম।

অন্যদিকে সমীক্ষায় মানুষের পছন্দের মুখ্যমন্ত্রীদের ক্রমতালিকায় আদিত্যনাথ সপ্তম স্থানে আছেন।

তালিকার প্রথমেই আছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, প্রাপ্ত ভোট ৪২%।

দ্বিতীয় স্থানে আছেন ওড়িশার নবীন পট্টনায়ক, তৃতীয় কেরলের পিনারাই বিজয়ন, চতুর্থ মহারাষ্ট্রের উদ্বভ ঠাকরে, পঞ্চম পশ্চিমবঙ্গের মমতা এবং আসামের হিমন্ত বিশ্ব শর্মা।

প্রথম দশজন মুখ্যমন্ত্রীর তালিকায় ভারতীয় জনতা পার্টির মাত্র দুজন মুখ্যমন্ত্রী- হিমন্ত বিশ্ব শর্মা ও আদিত্যনাথ।

২০২২ সালের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন।

ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে মাত্র ২৯% ইতিবাচক ভোট পেয়েছেন আদিত্যনাথ।

কার্ভি ইনসাইটস সংস্থা চলতি বছরের ১০ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা করে।

সমীক্ষাটি ১৯টি রাজ্যের ১১৫টি সংসদীয় ও ২৩০টি বিধানসভা কেন্দ্রজুড়ে পরিচালিত হয়।

রাজ্যগুলো হলো অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট , হরিয়ানা, ঝাড়খন্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

মোট ১৪,৫৫৯ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছিল। এদের মধ্যে ছিলেন ৭১ শতাংশ গ্রামীণ এবং ২৯ শতাংশ শহুরে মানুষ।

কোভিডের কারণে থাকা বিধিনিষেধ মেনে মিশ্র পদ্ধতিতে ৫০ শতাংশ সামনাসামনি ও ৫০ শতাংশ টেলিফোনিক সাক্ষাৎকার নেয়া হয়।

এ বিভাগের আরো খবর