আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে তালেবান এ কথা জানায় বলে আফগানিস্তানভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়।
বিবৃতিতে জানানো হয়, আফগান নিরাপত্তা বাহিনী কাবুলের নিরাপত্তাচৌকি ছেড়ে চলে গেছে। এতে শহরজুড়ে লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এসব ঠেকাতেই কাবুলে যোদ্ধাদের পাঠানো হচ্ছে।
আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা এখনও হস্তান্তর হয়নি। এরই মধ্যে তালেবান যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
তালেবানের এক প্রতিনিধিদল আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানি সন্ধ্যায় আফগানিস্তান ছেড়ে তাজিকিস্তানে পালান।
তবে ‘নিরাপত্তার স্বার্থে’ আশরাফ ঘানির বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রেসিডেন্ট দপ্তর।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এবং প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যালয়ের প্রধান ফজেল মাহমুদ ফজলিও আফগান প্রেসিডেন্টের সঙ্গে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন।
এর আগে রোববার বিকেলে আফগানিস্তানের পার্লামেন্টের স্পিকার মির রহমান রহমানি এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইউনুস কানুনি, মুহাম্মদ মুহাকেক, করিম খালিলি, আহমেদ ওয়ালি মাসুদ ও আহমেদ জিয়া মাসুদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে দেশত্যাগ করেন।