জম্মু-কাশ্মীরে নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলই শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে।’
ঘোষণা অনুযায়ী, কাশ্মীরে ডিলিমিটেশন কমিশন গঠিত হয়েছে। সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই দ্রুত নির্বাচন হবে।
লাদাখও উন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘লাদাখে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ তৈরি হচ্ছে।’
সিন্ধু সেন্ট্রাল ইউনিভার্সিটি লাদাখকে উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করবে বলেও উল্লেখ করেন তিনি।
কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে দুই বছর আগে সেখানে কেন্দ্রের শাসন জারি হয়েছে। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গত জুন মাসে কাশ্মীরের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেই বৈঠকে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
কাশ্মীরকে রাজ্যের তকমা ফেরানো নিয়েও আলোচনা হয় সেই বৈঠকে। প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন, ঠিক সময়ে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে।
লালকেল্লা থেকে আরও কয়েকটি বড় ঘোষণা করেছেন মোদি। তিনি ‘ন্যাশনাল হাইড্রোজেন মিশন’ প্রকল্পের ঘোষণা করেন। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে এই প্রকল্প নেয়া হচ্ছে।
তিনি জানান, ‘ভারত যাতে প্রচুর পরিমাণ গ্রিন হাইড্রোন উৎপন্ন করে রপ্তানি করতে পারে, সেই উদ্যোগ নেয়া হবে।’
দেশ জুড়ে ‘অমৃত মহোৎসব’ শুরু করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এই বিশেষ বছরের ৭৫ সপ্তাহে চলবে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস, যা দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ স্থাপন করবে।