বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালেবান পরাজিত হবে: হামিদ কারজাই

  •    
  • ১৫ আগস্ট, ২০২১ ১৬:২৮

সাক্ষাৎকারে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, ‘আফগান জনগণ তালেবানকে পরাজিত করবে। সাধারণ মানুষই তাদের মোকাবিলা করবে। তালেবান সহিংসতা অব্যাহত রাখলে মানুষ গণঅভ্যুত্থান গড়ে তুলবে।’

আফগানিস্তানের জনগণের হাতেই তালেবান পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।

আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানের তীব্র লড়াইয়ের মধ্যেই রাশিয়ার এক সংবাদমাধ্যমকে গত সপ্তাহে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাশিয়ার আরটিএর বরাতে টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকারে কারজাই বলেন, আফগান জনগণ তালেবানকে পরাজিত করবে। সাধারণ মানুষই তাদের মোকাবিলা করবে। তালেবান সহিংসতা অব্যাহত রাখলে মানুষ গণঅভ্যুত্থান গড়ে তুলবে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি। দেশজুড়ে ভয়াবহ সহিংসতা চলছে। একই সঙ্গে মানুষের মধ্যে ক্ষোভও রয়েছে।

‘তবে এমন অরাজক পরিস্থিতিতে ভিন্ন দিকও উন্মোচিত হচ্ছে। আফগান জনগণ নতুন বাস্তবতার মুখোমুখি। যারা দেশের চলমান অবস্থার পরিবর্তন চায়, তারাই দেশকে নতুনভাবে গড়ে তুলবে।’

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার জাতির উদ্দেশে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সংক্ষিপ্ত বক্তব্যের পরপরই রাজনৈতিক ও জিহাদি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আফগানিস্তানের রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, দেশে আরও অস্থিতিশীলতা বন্ধে ওই বৈঠকের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট কার্যালয় আরও জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে আলোচনায় এক দলকে দায়িত্ব দেয়ার বিষয়ে সম্মত হয়েছে বৈঠকে অংশগ্রহণকারীরা।

তবে ওই দলকে কী ধরনের দায়িত্ব দেয়া হয়েছে, তা বিস্তারিত জানায়নি কার্যালয়।

বিশেষজ্ঞদের ভাষ্য, যুদ্ধবিরতি ও অন্তবর্তী অবস্থা সংক্রান্ত পরিকল্পনা ওই দলের করার সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকে হামিদ কারজাইসহ অন্যান্য রাজনীতিবিদ ও বিভিন্ন জিহাদি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

২০০১ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন কারজাই।

রোববার দুপুরের দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থান নেয় তালেবান যোদ্ধারা।

তালেবান বিবৃতিতে জানায়, ঘনবসতিপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের ঝুঁকির কথা বিবেচনায় রেখে যোদ্ধাদের রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী শহরের নিরাপত্তার দায়িত্ব সরকারের। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে আলোচনা চলছে।

এর আগে আফগানিস্তানের দক্ষিণ, উত্তর ও পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানীসহ গ্রামাঞ্চলের বড় অংশ দখলে নেয় তালেবান।

এ বিভাগের আরো খবর