উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে প্রাণ গেছে ২৮ সেনা সদস্যসহ কমপক্ষে ৬৫ জনের।
আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।
সোমবার থেকে প্রায় চার দিনে অর্ধশতাধিক আগুনের ঘটনায় সবচেয়ে বিপর্যস্ত পার্বত্য কাবিলিয়ে অঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটিতে সেনা মোতায়েন করে সরকার, যাতে প্রাণ হারায় ২৮ জন। গুরুতর অগ্নিদগ্ধ ও আহত ১২ সেনা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
দুর্যোগের ভয়াবহতায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ তেবুনে।
একই সঙ্গে দাবানলবিষয়ক নয়, এমন সব রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দাবানলে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দিয়েছে সরকার।
আগুন নেভাতে দুটি জল-বোমারু বিমান পাঠাচ্ছে ফ্রান্স। বিতর্কিত ওয়েস্টান সাহারান নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দশক ধরে আলজেরিয়ার সঙ্গে উত্তপ্ত সম্পর্ক থাকলেও চলমান পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে মরক্কো, আগুন নেভানোর কাজে পাঠাচ্ছে দুটি বিমান।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দুটি বিমান ভাড়া করেছে আলজেরীয় সরকার।
আলজেরিয়া ছাড়াও অব্যাহত তাপমাত্রা বৃদ্ধির মধ্যে গত এক সপ্তাহে ভয়াবহ দাবানলে পুড়েছে তুরস্ক আর গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল।
সম্প্রতি যুক্তরাষ্ট্র আর কানাডাতেও দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ঝড়, বন্যা, দাবানল, খরাসহ বহুমুখী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল।