বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অধিবেশন পণ্ডে কাঁদলেন রাজ্যসভার চেয়ারম্যান

  •    
  • ১১ আগস্ট, ২০২১ ১৮:৩৫

রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, বিরোধীরা গতকাল কেউ টেবিলের ওপর বসে, কেউ দাঁড়িয়ে যে আচরণ করেছেন, তাতে আমি ব্যথিত। এসব ঘটনায় সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে।

ভারতের লোকসভায় নির্ধারিত সময়ের আগেই বাদল অধিবেশন শেষ করতে হয়েছে বিরোধীদের বিক্ষোভ, হট্টগোলে। লোকসভার স্পিকার ওম বিড়লা এ সিদ্ধান্ত দেন বুধবার। অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে রাজ্যসভাও। বিরোধী দলের আচরণে আবেগতাড়িত হয়ে কেঁদেই ফেলেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

ভারতের সংসদে ১৯ জুলাই শুরু হওয়া বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। এবারের অধিবেশনের শুরু হতেই বারবার বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষই। এ অবস্থায় বিরোধীদের কড়া বার্তা দিয়েছিলেন লোকসভার স্পিকার। তাতে কাজ না হওয়ায় দুদিন আগেই তিনি অধিবেশন শেষ করেন।

বিরোধীদের আচরণে কষ্ট পেয়ে বুধবার অধিবেশনের শুরুতে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

তিনি বলেন, ‘বিরোধীরা গতকাল কেউ টেবিলের ওপর বসে, কেউ দাঁড়িয়ে যে আচরণ করেছেন, তাতে আমি ব্যথিত। এসব ঘটনায় সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে।

‘আপনারা নিজের ইচ্ছেমতো সরকারকে চলতে বাধ্য করতে পারেন না। পরিস্থিতি এমন হয়েছিল, যার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি।’

কেন্দ্রের কৃষি আইন নিয়ে দীর্ঘতর আলোচনা চেয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখান বিরোধীরা। ওই ইস্যুতে আলোচনার জন্য কেন কম সময় দেয়া হলো, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী সাংসদেরা। কেউ কালো কাপড় উড়িয়ে দেন, কেউ ফাইল ছুড়ে দেন রাজ্যসভায়। অনেকে টেবিলের ওপর উঠে পড়েন। এতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় সংসদে। লোকসভার স্পিকারের চেয়ার লক্ষ্য করে এর আগে কাগজ ছুড়েছিলেন বেশ কয়েকজন বিরোধী সাংসদ। বিরোধীদের হট্টগোলের জেরে এদিন মুলতবি হয়ে যায় বাদল অধিবেশন।

সংসদ পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বৈঠক ডেকেছিলেন ভেঙ্কাইয়া নাইডু। অধিবেশন শুরুর আগেই অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, পীযূষ গোয়েলের মতো নেতারা।

অন্যদিকে, সংসদে সরকারের বিরুদ্ধে কী অবস্থান নেয়া হবে, তা নিয়ে সকালেই পৃথক বৈঠকে বসেন বিরোধীরা। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকেসহ একাধিক দলের সাংসদেরা।

অধিবেশন শুরুর পরপরই বুধবার লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। অন্যদিকে রাজ্যসভায় ওবিসি বিল পাস হয়ে যাওয়ার পরই অধিবেশন সম্পূর্ণরূপে স্থগিত করে দেন চেয়ারম্যান।

এ বিভাগের আরো খবর