বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার ফারাহ দখল তালেবানের

  •    
  • ১০ আগস্ট, ২০২১ ২১:১৩

ফারাহর প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবর বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের অল্প কিছুক্ষণ লড়াই হয়। এরপর মঙ্গলবার দুপুরে তালেবান যোদ্ধারা শহরে প্রবেশ করে। তারা গভর্নরের কার্যালয় ও পুলিশের সদর দপ্তর দখলে নিয়েছে।’

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করেছে তালেবান।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত গত পাঁচ দিনে সাতটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে গেল বলে জানিয়েছে আল-জাজিরা

ফারাহর প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবর বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের অল্প কিছুক্ষণ লড়াই হয়।

‘এরপর মঙ্গলবার দুপুরে তালেবান যোদ্ধারা শহরে প্রবেশ করে। তারা গভর্নরের কার্যালয় ও পুলিশের সদর দপ্তর দখলে নিয়েছে।’

ফারাহ আফগানিস্তানের দ্বিতীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর, যেটি তালেবানের দখলে গেল।

এর আগে শুক্রবার ওই অঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানের নিয়ন্ত্রণে যায়।

ফারাহর নিয়ন্ত্রণ নেয়ায় ইরান সীমান্তে বর্ডার ক্রসিংও দখল করা সহজ হবে তালেবানের।

এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে সাতটি দখল করেছে তালেবান।

দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর ও বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে যেকোনো মুহূর্তে তালেবান হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ, কান্দাহারসহ আরও বেশ কয়েকটি অঞ্চলের দখল নিয়ে বিদেশি সেনা ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে তালেবানের।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শেষ সময়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকার উৎখাতে মে মাস থেকে হামলা শুরু করে তালেবান।

এরই মধ্যে আফগানিস্তানের গ্রামাঞ্চলের বড় অংশ তালেবানের দখলে চলে গেছে।

সোমবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের রাজধানী আইবাক দখল করে তালেবান।

রোববার এক দিনেই কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পল প্রদেশের রাজধানী সার-ই-পল ও তাখার প্রদেশের রাজধানী তালোকান থেকে সরকারি বাহিনী হটাতে সক্ষম হয় তালেবান।

এর আগে শনিবার সকালে উত্তরাঞ্চলীয় তুর্কমেনিস্তান সীমান্তবর্তী জওজান প্রদেশের রাজধানী শেবেরঘান তালেবান নিয়ন্ত্রণে নেয়।

এ বিভাগের আরো খবর