বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুরুত্বপূর্ণ কুন্দুজ দখল তালেবানের

  •    
  • ৮ আগস্ট, ২০২১ ১৫:৪০

ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দুজ আফগানিস্তানের অন্যতম বড় শহর। একই সঙ্গে এটি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই শেষে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।

বিমানবন্দর ছাড়া কুন্দুজের সব স্থাপনাই রোববার তালেবান দখল করে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বিবিসি

তালেবানের হাতে যাওয়ার পর কুন্দুজের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন ভবন ও দোকানপাটে আগুন জ্বলতে দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে তালেবানের পতাকাও উড়তে দেখা যায়।

চলতি বছরের মে মাসে হামলা শুরুর পর এখন পর্যন্ত আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী, বেশ কয়েকটি জেলা ও গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিং তালেবানের নিয়ন্ত্রণে গেছে।

তবে কুন্দুজ দখল সংগঠনটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দুজ আফগানিস্তানের অন্যতম বড় শহর। একই সঙ্গে এটি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

রাজধানী কাবুলসহ আফগানিস্তানের অন্যান্য প্রধান শহরের সঙ্গে কুন্দুজের সরাসরি সড়কপথ রয়েছে। এ ছাড়া কুন্দুজ প্রদেশের সীমান্তেই রয়েছে তাজিকিস্তান।

কুন্দুজ-তাজিকিস্তান সীমান্ত হয়ে আফিম ও হেরোইন মধ্য এশিয়ায় পাচার হয়। এরপর সেসব ইউরোপে চালান দেয়া হয়।

কুন্দুজ তালেবানের হাতে থাকার অর্থ আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ মাদক পাচারের পথ এখন সংগঠনটির নিয়ন্ত্রণে থাকবে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী তালেবানকে রাষ্ট্রক্ষমতা থেকে সরানোর অভিযান শুরুর আগেই আফগানিস্তানের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে কুন্দুজ ছিল তালেবানের প্রধান ঘাঁটি।

২০১৫ সালে তালেবান প্রাদেশিক রাজধানী শহরটি দখল করলেও বেশি দিন ধরে রাখতে পারেনি। রোববারের আগ পর্যন্ত এটি সরকারি বাহিনীর দখলে ছিল।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আরেক প্রাদেশিক রাজধানী সার-ই-পুল রোববার তালেবানের দখলে যায়।

এ ছাড়া এদিন উত্তরাঞ্চলের তাখার প্রদেশের রাজধানী তালোকানও তালেবান নিয়ন্ত্রণে নিয়েছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই তিন দিনে আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে গেল।

শনিবার সকালে উত্তরাঞ্চলে তুর্কমেনিস্তান সীমান্তবর্তী জওজান প্রদেশের রাজধানী শেবেরঘান তালেবান নিয়ন্ত্রণে নেয়।

এর আগে শুক্রবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরানের সীমান্তবর্তী জারাঞ্জ দখলের মাধ্যমে প্রথম দেশটির কোনো প্রদেশের রাজধানী নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তালেবান।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকার উৎখাতে মরিয়া তালেবান।

এ নিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিদিনই তাদের সংঘর্ষ বাধছে।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলা চালানো জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে তালেবানের সম্পর্কের জেরে আফগানিস্তানে সে সময় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলো।

মিত্র বাহিনীর সম্মিলিত অভিযানে ওই বছরই আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে উৎখাত করা হয়।তালেবান উৎখাত হলেও আফগানিস্তানে দীর্ঘ প্রায় ২০ বছর অবস্থান করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশের সেনারা।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব সেনা সরাতে নিজেদের সেনাবাহিনীকে নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিভাগের আরো খবর