বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোমাতঙ্কে রাতভর তল্লাশি মুম্বাই পুলিশের

  •    
  • ৭ আগস্ট, ২০২১ ১৬:০১

ভুয়া ফোন করা ব্যক্তির মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আজাদ ময়দান থানা এফআইআর দাখিল করে সাইবার ক্রাইম বিভাগের সাহায্যে ফোনকলটির সূত্র খুঁজছে।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রখ্যাত অভিনেতা ও বলিউড শিল্পী অমিতাভ বচ্চনের জুহুর বাংলো বাড়ি ও তিনটি স্টেশনে বোমা হামলার হুমকি পেয়েছিল পুলিশ।

ফোনে শুক্রবার এ হুমকি পাওয়ার পর রাতভর শহরের বিভিন্ন এলাকায় চলে নিরাপত্তা অভিযান। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।

পুলিশ জানায়, ভুয়া খবর দিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছিল।

মুম্বাই পুলিশের মেইন কন্ট্রোল রুমে উড়ো ফোনটি আসে রাত ৯টা নাগাদ। ফোনে এক ব্যক্তি জানান, অমিতাভ বচ্চনের বাড়িতে ও মুম্বাইয়ের তিনটি স্টেশনে বোমা লুকিয়ে রাখা হয়েছে। তাড়াতাড়ি না পৌঁছালে বিস্ফোরণে হাজার হাজার মানুষ প্রাণ হারাবে।

স্টেশনগুলো হলো- ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, বাইকুল্লা ও দাদার রেল স্টেশন।

খবর পেয়েই উল্লেখিত স্থানগুলোতে পৌঁছায় পুলিশ, জিআরপি ও বম্ব ডিসপোজাল স্কোয়াড।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, সারা রাত ধরে বোমা খুঁজতে চারটি জায়গায় চলে চিরুণী তল্লাশি। কিন্তু কোথাও তেমন কিছু পাওয়া যায়নি।

সন্দেহজনক কোনও বস্তু না মিললেও প্রতিটি জায়গা জনবহুল হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয় এলাকাগুলোতে।

ভুয়া ফোন করা ব্যক্তির মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আজাদ ময়দান থানা এফআইআর দাখিল করে সাইবার ক্রাইম বিভাগের সাহায্যে ফোনকলটির সূত্র খুঁজছে।

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল ও দাদার স্টেশন ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন। প্রতিদিনই স্টেশন দুটি হয়ে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

অন্যদিকে, মুম্বাইয়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান অমিতাভ বচ্চনের বাড়ি। প্রতি রোববার দর্শকদের সঙ্গে দেখাও করেন অমিতাভ।

এ বিভাগের আরো খবর