বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এনআরসি নিয়ে সরব মোহন ভাগবত

  •    
  • ২২ জুলাই, ২০২১ ১৪:৪৭

২০১৯ সালেই আসামে এনআরসি করা হয়। কিন্তু তালিকায় নানা গরমিল থাকায় তা কার্যত বাতিল হয়ে যায়। এ বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল নতুন করে ফের এনআরসি করা।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত নতুন করে সরব হয়েছেন জাতীয় নাগরিক পঞ্জীয়ন (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিষয়ে।

গুয়াহাটি সফরকালে বুধবার তিনি বলেছেন, ‘এনআরসি ভারতীয় মুসলমানদের ক্ষতি করবে না। এনিয়ে কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তারা বিভ্রান্তিমূলক সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে।’

সম্প্রতি মুসলমানদের 'জনসংখ্যা নিয়ন্ত্রণের' কথা বলে বিতর্কে পড়েন আসামের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আরএসএস প্রধান মোহন ভাগবত সে বিষয়টিকে উসকে দিলেন।

আসামে বিজেপি দ্বিতীয়বার সরকার গঠনের পর এই প্রথম রাজ্যটিতে সফরে গেলেন মোহন ভাগবত। বুধবার সিএএ-এনআরসি নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

সেখানে তিনি বলেন, ‘১৯৩০ সাল থেকেই দেশে মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে। সন্ত্রাসবাদ বা অর্থনীতির জন্য নয়, বরং সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। পঞ্জাবেও এটা হয়েছে, পশ্চিমবঙ্গ ও অসমেও হয়েছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সিএএ-এনআরসির মতো বিষয়ে ইচ্ছে করেই সাম্প্রদায়িকতার রং লাগানো হচ্ছে।

‘এদের পরিকল্পনা রয়েছে যে- এই অঞ্চলগুলিতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে নিজেদের ইচ্ছে মতো গোটা শাসনব্যবস্থা পরিচালিত হবে। একই জিনিস বাংলাদেেশ ও পাকিস্তানে হয়েছে। তাও আমরা চাই সকলে যেন মিলেমিশে থাকে।’

২০১৯ সালেই আসামে এনআরসি করা হয়। কিন্তু তালিকায় নানা গরমিল থাকায় তা কার্যত বাতিল হয়ে যায়। এ বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল নতুন করে ফের এনআরসি করা।

এই বিষয়ে মোহন ভাগবত বলেন, ‘দেশ ভাগের পর পাকিস্তান না করলেও আমরা সংখ্যলঘু মানুষদের দেখভাল করেছি। এনআরসি একমাত্র প্রক্রিয়া, যার মাধ্যমে কে আসল নাগরিক, আর কে নয়, তা জানা যাবে। এটি সম্পূর্ণ রূপে সরকারের হাতে রয়েছে। তবে কিছু মানুষ এটিকে সাম্প্রদায়িক বিষয় বানিয়ে রাজনৈতিক গতি পেতে চাইছে।’

এ বিভাগের আরো খবর