বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুম্বাইয়ে ভারী বর্ষণে ভূমিধসে ৩০ জনের মৃত্যু

  •    
  • ১৮ জুলাই, ২০২১ ১৭:১০

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পক্ষ থেকে বলা হয়, রোববার ভোরে মুম্বাইয়ের পূর্বাঞ্চলীয় চেম্বুর উপকণ্ঠে ভারী বর্ষণে একটি গাছ উপড়ে যায়। এতে পাশের দেয়াল ভেঙে পড়ায় ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

ভারতে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে বাড়ি ভেঙে পড়ায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের কয়েকটি এলাকায় রোববার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সএএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল খুঁড়ে হতাহতদের উদ্ধার করছেন।

মুম্বাই শহর কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ থাকতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় মুম্বাই শহরে বাড়ি বা দেয়াল ধসে পড়ার ১১টি ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা আরও জানান, ভূমিধসে মুম্বাইয়ের এক এলাকায় পাহাড়ের নিচে থাকা প্রায় ছয়টি ঝুপড়িঘর ধসে পড়ে।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পক্ষ থেকে বলা হয়, রোববার ভোরে মুম্বাইয়ের পূর্বাঞ্চলীয় চেম্বুর উপকণ্ঠে ভারী বর্ষণে একটি গাছ উপড়ে যায়। এতে পাশের দেয়াল ভেঙে পড়ায় ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

সেখানে আরও মানুষ আটকা পড়ার শঙ্কায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

এনডিআরএফ আরও জানায়, একই সময়ে মুম্বাইয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় ভিখরোলি উপকণ্ঠে ভূমিধসে পাঁচটি ঘর ভেঙে পড়ে। এতে ছয়জনের প্রাণহানি ঘটে।

মুম্বাইয়ে ভূমিধসে মৃত্যুর ঘটনায় টুইটবার্তায় শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই কোটি জনগোষ্ঠীর শহর মুম্বাইয়ে শনিবার থেকে ভারী বর্ষণ শুরু হয়। এতে বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়। বৃষ্টিতে শহরটির উপকণ্ঠে ট্রেন চলাচল প্রায় বন্ধ।

রোববার ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশটির শিল্পরাজ্য মহারাষ্ট্র ও এর রাজধানী মুম্বাইয়ে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

গত মাসে মুম্বাইয়ে এক বস্তিতে ভবনধসে ১২ জনের মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর