বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুকে উদ্ধারে গিয়ে কুয়ায় পড়ে ১১ জনের মৃত্যু

  •    
  • ১৭ জুলাই, ২০২১ ১৪:৫৯

শিশুটিকে উদ্ধারে প্রথমে কুয়ায় নামেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী। তাদের সাহায্য করতে কুয়ার দেয়ালের ওপর দাঁড়িয়ে ছিলেন আরও কয়েকজন। একপর্যায়ে তাদের ওজন নিতে না পেরে কুয়ার দেয়াল ভেঙে পড়ে। তারাও কুয়ায় পড়ে যান। এরপর আবার তাদের উদ্ধারে ব্যবহৃত একটি ট্রাক্টরও পিছলে কুয়ায় পড়ে যায় চার পুলিশ সদস্যসহ।

ভারতের মধ্য প্রদেশে কুয়ায় পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ওঠাতে গিয়ে কুয়াটিতে পড়ে গিয়েছিলেন ৩০ জন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের বিদিশা জেলার লাল পাতার গ্রামে গত মঙ্গলবার রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। গঞ্জ বাসোরা এলাকায় অবস্থিত গভীর কুয়াটি থেকে এ ঘটনায় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

৫০ ফুট গভীর কুয়ায় বাকিদের মরদেহ খুঁজে পেতে ও উদ্ধারে লেগে যায় প্রায় তিন দিন। কুয়াটিতে পানির গভীরতা ২০ ফুট।

এ ঘটনায় শুক্রবার শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে উদ্ধারে প্রথমে কুয়ায় নামেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী। তাদের সাহায্য করতে কুয়ার দেয়ালের ওপর দাঁড়িয়ে ছিলেন আরও কয়েকজন।

একপর্যায়ে তাদের ওজন নিতে না পেরে কুয়ার দেয়াল ভেঙে পড়ে। তারাও কুয়ায় পড়ে যান।

এরপর আবার তাদের উদ্ধারে ব্যবহৃত একটি ট্রাক্টরও পিছলে কুয়ায় পড়ে যায় চার পুলিশ সদস্যসহ।

এ ঘটনায় উদ্ধারকাজ শেষ হওয়ার পর শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের প্রধানমন্ত্রীর হ্যান্ডেল থেকে বলা হয়, ‘মধ্য প্রদেশের বিদিশার মর্মান্তিক ঘটনায় আমি স্তম্ভিত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।

‘যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে সহায়তা দেয়া হবে।’

এ ছাড়া মৃতদের পরিবারপ্রতি পাঁচ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাদেরও ৫০ হাজার রুপি করে সহায়তা দেবে রাজ্য সরকার।

ভুক্তভোগী পরিবারগুলোকে ভবিষ্যতেও সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ বিভাগের আরো খবর