বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই টিকা মিলিয়ে দেয়ার ঘোষণা থাইল্যান্ডের

  •    
  • ১২ জুলাই, ২০২১ ২০:০৮

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সিনোভ্যাকের দুই ডোজ টিকা পাওয়া স্বাস্থ্যকর্মীরা অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের বাড়তি এক ডোজ টিকা পাবেন। সিনোভ্যাকের টিকা পাওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে তাদের এই টিকা দেয়া হবে।

চীনের উদ্ভাবিত সিনোভ্যাক টিকা প্রয়োগের পরেও কয়েকজনের মৃত্যুর পর এবার অ্যাস্ট্রাজেনেকার টিকাও দেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। সিনোভ্যাকের টিকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ হিসেবে অক্সফোর্ড উদ্ভাবিত অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবেন নাগরিকরা।

প্রথম কোনো দেশ হিসেবে দুই টিকা মিলিয়ে দেয়ার ঘোষণা দিল থাইল্যান্ড।

সোমবার সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনোভ্যাকের দুই ডোজ টিকা নেয়ার পরেও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সিনোভ্যাকের দুই ডোজ টিকা পাওয়া স্বাস্থ্যকর্মীরা অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের বাড়তি এক ডোজ টিকা পাবেন। সিনোভ্যাকের টিকা পাওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে তাদের এই টিকা দেয়া হবে।

রোববার থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রায় ৬ লাখ ৭৭ হাজার স্বাস্থ্যকর্মীকে সিনোভ্যাকের দুই ডোজ টিকা দেয়া হয়েছিল। এপ্রিল থেকে জুলাই মাসে এদের মধ্যে ৬১৮ জন আবার করোনা আক্রান্ত হন। সিনোভ্যাকের টিকা পাওয়া একজন স্বাস্থ্যকর্মী মারাও গেছেন।

থাইল্যান্ডে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে। রোববারে সর্বোচ্চ সংখ্যক ৯ হাজার ৪১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন রেকর্ড সংখ্যক ৯১ জনের মৃত্যু ঘটেছে।

মহামারি শুরুর পর থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনা মারা গেছেন প্রায় ২৮ হাজার মানুষ।

ধারণা করা হচ্ছে, ভারতে প্রথমবারের মতো আবিষ্কৃত ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে।

এ বিভাগের আরো খবর