ইতালির আলোচিত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ‘ভল্লুকের মাথা’ নিলামে প্রায় ১০২ কোটি টাকায় বিক্রি হয়েছে। এই রেনেসাঁ শিল্পীর কোনো চিত্রকর্ম নিলামে এর আগে এত চড়া দামে বিক্রি হয়নি।
নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ স্থানীয় সময় বৃহস্পতিবার ছবিটি বিক্রি করে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।
ক্রিস্টিজ জানিয়েছে, ‘ভল্লুকের মাথা’ ভিঞ্চির আটটি ব্যক্তিমালিকানাধীন চিত্রের একটি। বৃহস্পতিবার এটি নিলামে তোলা হয়।
কয়েক শতাব্দী ধরে আট ইঞ্চিরও কম বর্গক্ষেত্রের ‘ভল্লুকের মাথা’ বেশ কয়েকবার হাতবদল হয়েছে।
ক্রিস্টিজ ১৮৬০ সালে ভিঞ্চির স্কেচের ড্রয়িংটি মাত্র ৩৬ হাজার টাকায় বিক্রি করেছিল।
লন্ডনের ন্যাশনাল গ্যালারি, ল্যুভর আবু ধাবি, রাশিয়ার স্টেট হারমিটেজ মিউজিয়ামসহ বড় বড় গ্যালারিতে ‘ভল্লুকের মাথা’ প্রদর্শিত হয়।
বৃহস্পতিবার নিলাম শেষে এক বিবৃতিতে ক্রিস্টিজ ওল্ড মাস্টার ড্রয়িংস বিভাগের আন্তর্জাতিক প্রধান স্টিজিন অ্যাল্সটিন্স রেনেসাঁ যুগের চিত্রকরের চিত্রকর্মটিকে ‘ছোট, তবে মনোমুগ্ধকর’ হিসেবে অভিহিত করেন।
ভিঞ্চির ‘ভল্লুকের মাথা’ বিখ্যাত যে কয়েকজনের ঘরের শোভা বাড়িয়েছে, তাদের মধ্যে চিত্রশিল্পী স্যার টমাস লরেন্স, শিল্প সংগ্রাহক ক্যাপ্টেন নর্মান রবার্ট কোলভিল রয়েছেন।
নিলামে ভিঞ্চির ‘ঘোড়া ও সওয়ারির’ রেকর্ড ভাঙে ছোট্ট ‘ভল্লুকের মাথা’। ২০০১ সালে ‘ঘোড়া ও সওয়ারি’ ৯৩ কোটি টাকায় নিলামে বিক্রি হয়।