২০১৯-এর তুমুল বিতর্ক তোলা সিদ্ধান্তের পর প্রথমবার ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতিদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা।
কয়েক দিন ধরে তাই উপত্যকা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লিতে সাড়ে তিন ঘণ্টা চলল সেই বৈঠক।
জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা বা দ্রুত বিধানসভা নির্বাচন শুরুর বিষয়ে প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে কোনও আশ্বাস দেয়া হয়নি।
প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত নেতাদের বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণপ্রক্রিয়ায় অংশ নিতে জোর দিয়েছেন।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর যেসব নেতাকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল, তারাও এদিন সব সমস্যার কথা খুলে বলেছেন প্রধানমন্ত্রীকে।
বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কাশ্মীরের নেতারা। সূত্রের খবর, রাজ্যের তকমা ফেরানো নিয়েও আলোচনা হয়েছে এদিন। প্রধানমনন্ত্রী বলেছেন, ‘ঠিক সময়ে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে।’
বৈঠক শেষে গুলাম নবী আজাদ বলেন, ‘কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া, অবিলম্বে বিধানসভা নির্বাচন করে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো, সব রাজনৈতিক বন্দির মুক্তি, ডোমিসাইল চালু এবং কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন। এই পাঁচটি দাবি প্রধানমন্ত্রীর সামনে রাখা হয়েছিল।’
বৈঠক শেষে মোদি বলেন, ‘ভোট করে উপত্যকায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে।’
তিনি বলেন, ‘কাশ্মীরের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক আদতে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাশ্মীরের মানুষ, বিশেষত যুবসমাজের আশা পূরণ করা হবে।’
মেহবুবা মুফতি জানান, তিনি বৈঠকে ৩৭০ ধারা বা স্পেশাল স্ট্যাটাস ফেরানোর পক্ষে সওয়াল করেছেন। বলেছেন, ‘এটা কাশ্মীরের আত্মপরিচয়ের প্রশ্ন। আমরা এই স্ট্যাটাস পাকিস্তান থেকে পাইনি, ভারত সরকার আমাদের দিয়েছে। নেহরু আমাদের দিয়েছেন। তাই আমরা চাই কয়েক মাস লাগুক বা বছর, ৩৭০ ধারা ফেরাতেই হবে।’
এদিন বৈঠক থেকে বেরিয়ে কাশ্মীরের আপনি পার্টির নেতা আলতাফ বুখারি বৈঠক শেষে জানিয়েছেন, কাশ্মীরে ভোটের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে বুখারি বলেন, ‘ভালো পরিবেশে আজ কথাবার্তা হয়েছে।’
একই কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই আশ্বাস দিয়েছেন শিগগিরই রাজ্যের তকমা ফেরানো হবে ও নির্বাচনপ্রক্রিয়া শুরু হবে।’
‘দিল কি দূরি’ ও ‘দিল্লি কি দূরি’ মেটানোর পথে যে কেন্দ্র এগোচ্ছে সে কথাও জানিয়েছেন ওমর আব্দুল্লাহ।
ন্যাশনাল কনফারেন্স বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণপ্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও আগে তারা ওই প্রক্রিয়া বয়কট করেছিল।
বৈঠকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও প্রধানমন্ত্রী তাদের বলেন যে, সীমানা নির্ধারণপ্রক্রিয়া শেষ হওয়ার পর অন্য সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কাশ্মীরের আট রাজনৈতিক দলের ১৪ জন নেতা-নেত্রী। তাদের মধ্যে ছিলেন রাজ্যের সাবেক চার মুখ্যমন্ত্রী।
২০১৮ সালে মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। তারপর থেকেই রাষ্ট্রপতি শাসনে রয়েছে ভূ-স্বর্গ। ২০১৯-এর ১ অগস্ট শেষবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন ফারুক ও ওমর আব্দুল্লাহ।
এর ঠিক তিন দিন পর ৪ অগস্ট তাদের আটক করা হয় ও কয়েক ঘণ্টার মধ্যে ৩৭০ ধারা তুলে নেয়ার কথা ঘোষণা করা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, কাশ্মীরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এদিন।
তিনি উল্লেখ করেন, বৈঠকে প্রত্যেকেই সংবিধানের প্রতি গণতন্ত্রের প্রতি আস্থা রাখার কথা বলেছেন।
তিনি টুইটে লিখেছেন, ‘কাশ্মীরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই আমরা। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে সেখানে।’
রাজ্যের স্বীকৃতি ফেরানোর ক্ষেত্রেও প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, গত দুই বছর দমবন্ধ অবস্থায় থাকা কাশ্মীরের বরফ গলছে একটু একটু করে।