বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছত্তিশগড়ে ৮০০ কেজি গোবর চুরি

  •    
  • ২২ জুন, ২০২১ ১৮:৩৫

দিপকা থানার সহকারী উপ-পরিদর্শক সুরেশ কুমা নিশ্চিত করে বলেন, ‘১ হাজার ৬০০ রুপি মূল্যের গোবর চুরির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

ভারতের ছত্তিশগড় রাজ্যের এক গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরি হয়েছে।

রোববার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বিষয়টি জানান বলে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামের দিপকা থানাধীন এলাকা থেকে ১ হাজার ৬০০ রুপি মূল্যের ৮০০ কেজি গোবর চুরি হয়। ৮ ও ৯ জুনের মধ্যে এ গোবর চুরির ঘটনা ঘটে।

দিপকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিশ টেনডেকার সাংবাদিকদের বলেন, ‘গোবর চুরির ঘটনায় ১৫ জুন গ্রামের এক সমিতির প্রধান কামহান সিং কানওয়ার মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’

দিপকা থানার সহকারী উপপরিদর্শক সুরেশ কুমার নিশ্চিত করে বলেন, ‘১ হাজার ৬০০ রুপি মূল্যের গোবর চুরির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

সম্প্রতি ছত্তিশগড় রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, গোথানে ভারমিকমপোস্ট উৎপাদনের লক্ষ্যে ‘গোধন ন্যায় যোজনা’ কর্মসূচির আওতায় এক কেজি গোবর ২ রুপিতে কেনা হবে।

রাজ্য সরকারের ওই ঘোষণার পরপরই ছত্তিশগড়ে গোবর মূল্যবান পণ্যে পরিণত হয়।

ধুরেনা গ্রামবাসীর পক্ষ থেকে বলা হয়, কর্মসূচি ঘোষণার পর অল্প কিছু অর্থের বিনিময়ে গোবর সংগ্রহ করছে তারা।

এ বিভাগের আরো খবর