আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধির মধ্যে সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসছেন দক্ষিণ এশিয়ার দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তার সঙ্গে থাকবেন আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহ।
হোয়াইট হাউজে শুক্রবার ওই বৈঠক হবে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
হোয়াইট হাউজ স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে জানায়, বৈঠকে কূটনৈতিক, অর্থনৈতিক, মানবিক সহায়তা প্রদানসহ আফগানিস্তানের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বিষয়ে ঘানি ও আব্দুল্লাহকে ফের আশ্বস্ত করবেন বাইডেন।
আফগানিস্তান যাতে সশস্ত্র সংগঠনের নিরাপদ অভয়ারণ্যে পরিণত না হয়, সে বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বাইডেন।
বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে প্রেসিডেন্ট ঘানি ও ড. আব্দুল্লাহ উভয় দেশের দীর্ঘ অংশীদারত্ব নিয়ে কথা বলবেন।
চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন বাইডেন। এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বছরের যুদ্ধের অবসান হতে যাচ্ছে।
তবে বাইডেনের ওই ঘোষণার পর প্রায় প্রতিদিনই আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে তালেবান। দেশটির ৪০টি জেলা এরই মধ্যে দখল করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবিও করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রে আফগান প্রেসিডেন্টের সফরকে ‘অর্থহীন’ বলেছে তালেবান।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘নিজেদের ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থ ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন ঘানি ও আব্দুল্লাহ। এতে আফগানিস্তানের কোনো লাভ হবে না।’
এ বিষয়ে আফগান প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে কার্যালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বিদেশি সেনা বিদায় নেয়ার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের চলমান সমর্থন জারি থাকার নিশ্চয়তা চাইবেন ঘানি।