বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটে স্থগিত মালির সদস্যপদ

  •    
  • ৩১ মে, ২০২১ ১৩:৩৫

ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়রকর বোচওয়ে বলেন, ‘ইকোয়াসে মালির সদস্যপদে স্থগিতাদেশ তাৎক্ষণিক কার্যকর হয়েছে। সেনাবাহিনীর পূর্বঘোষণা অনুযায়ী ২০২২ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে মালির ক্ষমতা হস্তান্তর পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।’

নয় মাসের মধ্যে দ্বিতীয় সেনা অভ্যুত্থানের জেরে মালির সদস্যপদ স্থগিত করেছে পশ্চিম আফ্রিকার ১৫ সদস্যের অর্থনৈতিক জোট ইকোয়াস।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবশ্য দেয়নি জোটটি।

ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আফ্রিকার নেতাদের বৈঠকে রোববার আসে এসব সিদ্ধান্ত। ঘানার রাজধানী আক্রায় এ বৈঠকে উপস্থিত ছিলেন ১৩টি দেশের প্রতিনিধিরা।

বৈঠক শেষে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়রকর বোচওয়ে বলেন, ‘ইকোয়াসে মালির সদস্যপদে স্থগিতাদেশ তাৎক্ষণিক কার্যকর হয়েছে। সেনাবাহিনীর পূর্বঘোষণা অনুযায়ী ২০২২ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে মালির ক্ষমতা হস্তান্তর পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।’

বৈঠকে মালির সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট গুডলাক জোনাথন।

এর আগে শনিবার আক্রায় পৌঁছান মালির নতুন প্রেসিডেন্ট ও অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা কর্নেল আসিমি গোইতা।

মালিতে জঙ্গিবাদের উত্থান দেখা দেয়ার আশঙ্কায় দেশটিতে শান্তিরক্ষায় নিয়োজিত ফরাসি সেনাদের ফিরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁ।

আফ্রিকার সাহেল অঞ্চলের পাঁচ দেশ বুরকিনা ফাসো, শাদ, মালি, মৌরিতানিয়া ও নাইজারে ফ্রান্সের পাঁচ হাজার ১০০ সেনা মোতায়েন রয়েছে। শাদ থেকে পরিচালিত এ মিশন শুরু হয় ২০১৩ সালে মালি থেকে জঙ্গিদের উৎখাতের মধ্য দিয়ে।

চলতি সপ্তাহে মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ দাও ও প্রধানমন্ত্রী মুকতার উয়ানেকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হন অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা কর্নেল আসিমি গোইতা।

এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, মালিতে সাবেক উপনিবেশ স্থাপনকারী রাষ্ট্র ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ।

দ্বিতীয় অভ্যুত্থানের ফলে মালিতে নিষিদ্ধঘোষিত সংগঠন আল-কায়েদা ও আইএসের তৎপরতাও বাড়বে বলে শঙ্কা জোরালো হচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের ওপর হামলা আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে।

এর আগে সাপ্তাহিক পত্রিকা জার্নাল দু দিমানশেকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁ জানান, মালিতে জঙ্গিবাদের উত্থান ঘটলে সেনা প্রত্যাহার করে নেবেন বলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাহ দাওকে সতর্ক করেছিলেন তিনি।

মাখোঁ বলেন, ‘আমাদের সেনাদের উপস্থিতি সত্ত্বেও মালিতে জঙ্গিবাদ মেনে নেয়ার কোনো প্রশ্নই নেই। মালিতে চলমান অস্থিরতা তেমনই ইঙ্গিত দিচ্ছে।’

রুয়ান্ডা ও সাউথ আফ্রিকা সফরকালে সাক্ষাৎকারটি দেন মাখোঁ। শনিবার প্যারিসে ফেরেন তিনি।

মাখোঁ আরও জানান, গণতান্ত্রিকভাবে বৈধ শাসনব্যবস্থা নেই, এমন কোনো দেশকে তার সরকার সহযোগিতা করবে না বলেও পশ্চিম আফ্রিকার নেতাদের বার্তা দিয়েছেন তিনি।

মালির দক্ষিণাঞ্চলে রোববার এক হামলায় প্রাণ গেছে চার বেসামরিক নাগরিক ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জনের। মালি ও প্রতিবেশী আইভরি কোস্টের সংযোগ সড়কের একটি নিরাপত্তা চৌকিতে হয় ওই হামলা।

কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তবে একসময় জঙ্গিদের কারণে অস্থিতিশীল ছিল অঞ্চলটি।

২০১২ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে কট্টরপন্থিরা ঘাঁটি গাড়ে মালির উত্তরাঞ্চলে। ২০১৩ সালে ইব্রাহিম বুবাকার কেইতা নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরেনি।

এ অবস্থায় গত বছরের আগস্টে সেনা অভ্যুত্থানে কেইতা ক্ষমতাচ্যুত হন। দুর্নীতি ও উগ্রবাদীদের দমনে ব্যর্থতার অভিযোগে গণআন্দোলনের জেরে কর্নেল আসিমি গোইতার নেতৃত্বে তরুণ সেনারা উৎখাত করে তাকে।

তখন থেকে বেসামরিক শাসন ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয় দাও-উয়ানেকে। তাদের গঠিত সরকারে ভাইস প্রেসিডেন্ট ছিলেন আসিমি গোইতা। এ ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেয়া হয় আরও অনেক সেনা কর্মকর্তাকে।

কেইতার অপসারণকে মালির সাধারণ জনগণ স্বাগত জানালেও অন্তর্বর্তী সরকারে সেনাবাহিনীর প্রভাব বিস্তার নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল দেশটিতে। এ ছাড়া নতুন সরকারের দেয়া সংস্কারের আশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটছিল না মালিতে।

এমন পরিস্থিতিতে রদবদলের মাধ্যমে সেনা কর্মকর্তাদের সরিয়ে দেয়া ও এর জেরে দ্বিতীয় অভ্যুত্থানের ঘটনায় উত্তপ্ত মালির রাজনীতি।

প্রেসিডেন্ট দাও ও প্রধানমন্ত্রী উয়ানেকে আটকের তিন দিন পর শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে সেনাবাহিনী।

এ বিভাগের আরো খবর