বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুস্তিগির সাগরকে পিটিয়ে হত্যার ভিডিও পুলিশের হাতে

  •    
  • ২৮ মে, ২০২১ ০৯:৪৪

ভিডিওতে দেখা যায়, সুশীল ও তার সহযোগীরা সাগরকে পিটিয়ে মাটিতে ফেলে দেন। এরপর ক্রমাগত পেটাতে থাকেন। একপর্যায়ে সাগরকে ফেলে রেখে চলে যান।

ভারতের দিল্লিতে কনিষ্ঠ এক কুস্তিগির সাগর ধনকরকে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামনে এসেছে। পুলিশ জানায় ভিডিওতে দেখা গেছে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার ও সহযোগীরা সাগর ধনকরকে বেধড়ক পিটিয়ে হত্যা করছেন।

ভিডিওতে দেখা যায়, সুশীল ও তার সহযোগীরা সাগরকে পিটিয়ে মাটিতে ফেলে দেন। এরপর ক্রমাগত পেটাতে থাকেন। একপর্যায়ে সাগরকে ফেলে রেখে চলে যান।

সে সময় সাগারের আরও দুই বন্ধুকে মারধর করা হয়। পরে তিনজনকে হাসপাতালে নেয়ার পর সাগর মারা যান। অন্য দুজনকে এখনও চিকিৎসা দেয়া হচ্ছে।

কনিষ্ঠ কুস্তিগির সাগর ধনকরের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সুশীলকে ২৩ মে দিল্লির মুন্ডকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার আগে ১৮ মে সুশীল দিল্লির এক আদালতে গিয়ে তার গ্রেপ্তার এড়াতে আবেদন করেন। সেখানে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন দাবি করে আগাম জামিনও চান। কিন্তু আদালত তার জামিন আবেদনে সাড়া দেয়নি এবং তাকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে।

গ্রেপ্তারের পর আদালত সুশীলকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেয়।

সেদিন আদালতের ভেতরেই পুলিশ সুশীলকে ৩০ মিনিট ধরে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করার পর জিজ্ঞাসাবাদে আরও ১২ দিনের হেফাজতে চায়।

দিল্লি পুলিশ বলছে, দিল্লি কুস্তি একাডেমিতে নিজের আধিপত্য বিস্তারের জেরেই সাগরকে হত্যা করেছেন সুশীল ও তার সহযোগীরা।

সাগর কুমারের সঙ্গে ৪ মে রাতে দিল্লির কুস্তি একাডেমিতে সুশীল ও আরও কয়েকজন কুস্তিগিরের বিবাদ হয়। সেই বিবাদে সুশীল ও তার সহযোগীরা সাগরকে পিটিয়ে জখম করে ফেলে চলে যান।

৩২ বছর বয়সী সাগর নিহতের ঘটনায় তদন্তে নামে পুলিশ। তখন থেকেই ৩৮ বছর বয়সী সুশীল গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এই পুরোটা সময় সুশীল দিল্লি, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও হরিয়ানায় লুকিয়ে ছিলেন। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়।

সুশীলের বিরুদ্ধে যে এফআইআর করা হয় সেখান ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা উল্লেখ করা হয়।

সেই সঙ্গে গ্যাংস্টার হিসেবে পরিচিত সন্দ্বীপ অ্যালাইস ওরফে কালা জিতেদির সঙ্গে সুশীলের কোনো যোগাযোগ আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

সুশীল কুমার কুস্তিতে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সিলভার পদক জেতেন।

এ বিভাগের আরো খবর