বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাজার ফুট ওপর থেকে পড়ে গেলেন পর্বতারোহী

  •    
  • ২৬ মে, ২০২১ ১৫:২৭

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা অ্যাডাম। ১৮ হাজার ২০০ ফুট উচ্চতার ডেনালি পাস থেকে তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।

পাহাড়ের এক হাজার ফুট ওপর থেকে আছড়ে পড়েছেন এক পর্বতারোহী।

স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের আলাস্কার ডেনালি পর্বতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩১ বছর বয়সী কানাডিয়ান তরুণ অ্যাডাম রোয়াস্কি।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা অ্যাডাম। ১৮ হাজার ২০০ ফুট উচ্চতার ডেনালি পাস থেকে তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।

তাদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ১৭ হাজার ২০০ ফুট উঁচুতে ডেনালি পাস ক্যাম্পে অবস্থানরত পর্বতারোহীরা স্বচক্ষে পড়তে দেখেছেন অ্যাডামকে। পাহাড়ের চূড়ায় উঠে নামার সময় আছাড় খান তিনি।

পুরোপুরি অচেতন অবস্থায় অ্যাডামকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত ডেনালির উচ্চতা ২০ হাজার ৩১০ ফুট।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও এশিয়ার বাইরে অবস্থিত পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত অ্যাকোঙ্কাগুয়ার পর তৃতীয় দুর্গম পর্বত ডেনালি।

গত বছর করোনাভাইরাস মহামারির কারণে পাহাড়টি বন্ধ থাকলেও এ বছর ভিড় বেড়েছে পর্বতারোহীদের। মঙ্গলবার ৩৮২ জন পর্বতারোহী অবস্থান করছিলেন সেখানে। এদের মধ্যে ছয়জন পৌঁছেছেন চূড়ায়।

চলতি মৌসুমে ডেনালিতে দুর্ঘটনার শিকার তৃতীয় পর্বতারোহী অ্যাডাম। গত ৩ মে পাহাড়ের দক্ষিণ-পূর্বে হিমবাহ ধসে এক পর্বতারোহীর মৃত্যু হয়।

১০ দিন পর বরফখণ্ড পড়ে প্রাণ যায় আরেক পর্বতারোহীর; আহত হন তার সঙ্গী।

এ বিভাগের আরো খবর