যুক্তরাষ্ট্রের মিনেপোলিস শহরে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।
মিনেপোলিস পুলিশ বিভাগের মুখপাত্র জন অল্ডার জানান, স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের ডাউনটাউনের নর্থ ফার্স্ট অ্যাভিনিউতে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে দুই ব্যক্তি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা দুজনই ব্যক্তিগত পিস্তল বের করে একে অপরকে গুলি করেন। পরে তাদের পরিচিতরা গুলি চালান।
দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তবে আহতদের পাঁচজন নারী ও অন্য পাঁচজন পুরুষ বলে জানা গেছে। এদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক।
এই ঘটনায় জেরে শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহতের ঘটনাটিও ঘটেছিল মিনেপোলিসের এই ডাউনটাউনে। গত বছরের মে মাসের ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্র।