বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলবন্দি বাবার জন্য ফিরহাদকন্যার টুইট

  • অসিত পুরকায়স্থ, কলকাতা থেকে   
  • ২১ মে, ২০২১ ১৪:২৭

করোনা মোকাবিলা, আম্পান ঝড়ের তাণ্ডবসহ সকল দূর্যোগে মানুষের পাশে থেকেছেন ফিরহাদ হাকিম। সেসব কথা জানিয়ে ফিরহাদ কন্যা সাব্বা হাকিম লেখেন, মানুষকে ভালবেসে তিনি বাংলার করোনা ভ্যাকসিন ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হয়েছিলেন।

নারদা স্টিং অপারেশন কেলেংকারিতে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের নেতা ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম গ্রেপ্তার হয়ে এখন জেলে। ববি হাকিম নামে অধিক পরিচিত এ নেতা শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এ অবস্থায় কন্যা সাব্বা হাকিম ট্যুইটার পোস্টের মাধ্যমে বাবার জন্য সহযোগিতা চেয়েছেন।

ফিরহাদ কন্যা সাব্বা হাকিম পেশায় চিকিৎসক। তিনি পশ্চিমবঙ্গের মানুষকে তার বাবার পাশে থাকার আবেদন জানিয়ে টুইটার পোস্টে ব্যবহার করেছেন 'বেঙ্গলস্ট্যান্ডউইথ' হ্যাস ট্যাগ।

করোনা মোকাবিলা, আম্পান ঝড়ের তাণ্ডবসহ সকল দূর্যোগে মানুষের পাশে থেকেছেন ফিরহাদ হাকিম। সেসব কথা জানিয়ে ফিরহাদ কন্যা সাব্বা হাকিম লেখেন, ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল নিয়ে, মানুষের মনের সংশয় কাটাতে এগিয়ে এসেছিলেন বাবা। স্বজনদের নিষেধ না শুনে করোনা যুদ্ধে ফ্রন্টলাইনার হিসেবে প্রথম ভ্যাকসিনের ডোজটি নেন তিনি। মানুষকে ভালবেসে তিনি বাংলার করোনা ভ্যাকসিন ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হয়েছিলেন।

বাবার দুঃসময়ে কন্যা সাব্বা আবেগঘন ট্যুইটের মাধ্যমে রাজ্যের মানুষকে তার বাবার পাশে থাকার আবেদন জানিয়েছেন। নেটিজেনদের মধ্যে এ পোস্ট নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন। পোস্টটি রিট্যুইট করে ফিরহাদ হাকিম ও তার পরিবারের পাশে থাকার বার্তা দেন দলীয় সমর্থক ও নেটিজেনদের একাংশ।

২০১৪ সালের নারদা স্টিং অপারেশন কাণ্ডে অভিযুক্ত রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি ও সাবেক দুই মন্ত্রী মদন মিত্র ও শোভন চ্যাটার্জিকে সিবিআই আটক করেছে। আইনী প্রক্রিয়ায় জামিন চুড়ান্ত না হওয়ায় ফিরহাদ হাকিম রয়েছেন জেলে। অসুস্থ হয়ে অন্যরা হাসপাতালে চিকিৎসা নিলেও ফিরহাদ জামিনের অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জামিন শুনানি স্থগিত থাকায় ঝুলে গেছে জামিন প্রক্রিয়া। ফলে ফিরহাদ হাকিমকে আপাতত হেফাজতেই থাকতে হচ্ছে। ফিরহাদ কন্যা সাব্বা হাকিম জানান, করোনা সংকটে মানুষের প্রয়োজনে লাগতে পারছেন না বলে, তার বাবা ভেঙে পড়েছেন।

নারদা স্টিং অপারেশন কেলেংকারিতে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের নেতা ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র এখন জেলে রয়েছেন। তাদের জামিন আবেদন রয়েছে হাইকোর্টের বিবেচনায়। শেষ হয়নি শুনানি।

এ বিভাগের আরো খবর