নারদাকাণ্ডে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের চার রাজনীতিক পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবেক দুই মন্ত্রী মদন মিত্র ও শোভন চ্যাটার্জির জামিন শুনানি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে সময় দিতে পারছেন না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। এ মুহূর্তে তিনি হরিয়ানায় রয়েছেন। এ কারণে চার নেতার জামিন পুনর্বিবেচনা মামলার শুনানি শুক্রবার হতে পারে। তবে এ বিষয়েও নির্দিষ্ট করে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে কিছু বলা হয়নি ।
সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম এবং সাবেক দুই মন্ত্রী মদন মিত্র ও শোভন চ্যাটার্জিকে বাড়ি থেকে আটক করে নিজাম প্যালেসে সিবিআই অফিসে নিয়ে গিয়ে গ্রেপ্তার পত্রে সই করায় সংস্থাটি।
ওই দিনই গ্রেপ্তারদের ভার্চুয়ালি নিম্ন আদালতে হাজির করলে দীর্ঘ শুনানির পর চারজনকেই জামিন দেয়া হয়। পরে সিবিআই উচ্চ আদালতে আবেদন করলে নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেয়া হয়। ওই দিনই গ্রেপ্তারদের পক্ষে হাইকোর্টে জামিন স্থগিতাদেশ পুনর্বিবেচনা মামলার শুনানির জন্য আবেদন জানানো হলে বুধবার দিন ঠিক করা হয়।
এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ প্রায় আড়াই ঘণ্টা শুনানির পর বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ঠিক করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ নেতা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল হলেও উৎকণ্ঠাজনিত কারণে রক্তচাপ ও সুগার ওঠানামা করছে। মদন মিত্রের বুকের সিটি স্ক্যান করা হয়েছে। তার ফুসফুসে পুরোনো সিওপিডি ছাড়া করোনা সংক্রমণ রয়েছে। শোভন চট্টোপাধ্যায়ের করোনা নেগেটিভ হলেও মানসিক চাপের কারণে তার অক্সিজেন ওঠানামা করছে ।
প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। বাড়ির খাবার খেয়েছেন তিনি।