গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা সমর্থন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হাত রক্তমাখা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সোমবার বাইডেনকে উদ্দেশ্য করে এমন কঠোর মন্তব্য করেন এরদোয়ান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্টার্ন আইয়ের প্রতিবেদনে এমনটি জানান হয়।
সরাসরি বাইডেনের নাম উল্লেখ না করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আপনি রক্তমাখা হাতে ইতিহাস লিখছেন। এ কথা বলার জন্য আপনি আমাদের বাধ্য করেছেন। আমরা আর পেছনে ফিরতে পারব না।
‘আজকে আমরা দেখলাম ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিক্রির চুক্তিতে বাইডেন সই করেছেন।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের অঞ্চলগুলো নির্যাতন, নিপীড়ন আর রক্ত দিয়ে রঞ্জিত হচ্ছে প্রতিনিয়ত। অ্যাটোমান সাম্রাজ্যের পতনের পর যেমনি অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছিল নির্যাতন ও নিপীড়ন, আপনিও এখন এমন নৈরাজ্য ও সহিংসতার পক্ষে সাফাই গাইছেন।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর চলতি বছর জানুয়ারিতে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নিলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা অব্যাহত রাখেন এরদোয়ান। তবে এই প্রথম সরাসরি বাইডেনের প্রতি বিষোদগার করলেন তুরস্কের প্রেসিডেন্ট।
গাজায় ইসরায়েলি বিমান হামলা বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্থাপিত যৌথ বিবৃতিটি যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে পড়ে রোববার তৃতীয়বারের মতো বাতিল হয়ে যায়। এর পরপরই এমন তীব্র প্রতিক্রিয়া এসেছে এরদোয়ানের কাছ থেকে।
ইসরায়েলের বিমান হামলার লক্ষ্যবস্তু হামাস নেতাদের প্রতি তুরস্কের সর্মথন রয়েছে বলে জানা গেছে। হামাসের পাল্টা আক্রমণের প্রতি সমর্থন রয়েছে মধ্যপ্রাচ্যে তেল আবিবের ‘প্রধান হুমকি’ তেহরানেরও।