ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
ওই সময় তিনি দখলকৃত জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়লের হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছেন।
সৌদির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবারের ওই ফোনালাপে মুসলমানদের পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানান, নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে সৌদি আরব ফিলিস্তিনের জনগণের পাশে আছে।
ফোনে বাদশাহ সালমান ও ইমরান খান পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন। পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতায় পবিত্র রমজানের শুরু থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
আল-আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা ৭ মে থেকে সহিংসতায় রূপ নেয়। আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশ হানা দিলে শুরু হয় সহিংসতা।
এসব সহিংসতায় ৬৯ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক শ মানুষ।
ইসরায়েলি পুলিশ আটক করেছে শতাধিক ফিলিস্তিনিকে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।