সৌদি আরবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।
দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার। এর অর্থ মধ্যপ্রাচ্যের সবকটি দেশেই ঈদ উদযাপিত হবে সেদিন।
সৌদি আরবকে অনুসরণ করে একই দিনে ঈদ উদযাপিত হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরও অনেক দেশে। বাংলাদেশের কয়েকটি জেলার শতাধিক গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়।
করোনাভাইরাস মহামারির কারণে এবারও সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে নানা বিধিনিষেধের মধ্যে উদযাপিত হবে ঈদ।
সৌদি আরবে বৃহস্পতিবার ঈদ উদযাপন মানে দেশটিতে এবারের রজমান মাস হচ্ছে ৩০ দিনের। গত ১২ এপ্রিল চাঁদ দেখা গেলে পরদিন থেকে সৌদিতে রজমান মাস শুরু হয়।
বাংলাদেশে ঈদুল ফিতর বৃহস্পতিবার নাকি শুক্রবার উদযাপিত হবে তা নির্ধারণে বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৪৪২ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার সন্ধ্যা সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর গুলো হল: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানোর অনুরোধ জানানো হয়েছে।