পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের মন্ত্রিসভা গঠনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সোমবার রাজভবনে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি গত বুধবার শপথ নিয়েছেন ।
সোমবারের অনুষ্ঠানে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৩ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার যথাক্রমে ১৪৩ ও ১৪৮ জন নতুন বিধায়ক শপথ নিয়েছেন।
এবারের মন্ত্রিসভায় ১৬ জন নতুন মন্ত্রী থাকছেন। এরা হলেন, অখিল গিরি, হুমায়ুন কবীর, জ্যোৎস্না মান্ডি, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা, পুলক রায়, মনোজ তিওয়ারি, আক্রুজ্জমান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, বঙ্কিম হাজরা, দিলীপ মণ্ডল, শ্রীকান্ত মাহাত, পরেশ অধিকারী, বুলুচিকি বরাইক ও রত্না দে নাগ। এরা সবাই সোমবার শপথ নেবেন।
অন্য যাঁরা শপথ নেবেন, তাঁদের মধ্যে আছেন, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, জাভেদ খান, সৌমেন মহাপাত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, স্বপন দেবনাথ, মানস ভুঁইয়া, সাধন পান্ডে, মলয় ঘটক ও বেচারাম মান্না।
অমিত মিত্র ও ব্রাত্য বসু অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ নেবেন ।