মালদ্বীপের রাজধানী মালেতে এক বিস্ফোরণের ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার বাসভবনের বাইরে বিস্ফোরণ ঘটে। নাশিদ তখন তার গাড়িতে উঠছিলেন। এ সময় পার্কিংয়ে থাকা একটি মোটরসাইকেলে বেঁধে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয়। তবে নাশিদ কতখানি আহত হয়েছেন তা বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিস্ফোরণে তার এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আহত নাশিদকে রাজধানী মালের এ ডি কে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহীদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে একজন পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে।
মালদ্বীপের সাবেক এ প্রেসিডেন্ট ২০১৯ সালের এপ্রিল থেকে দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ঘটনাস্থলটি নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।ন সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।