বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ৭৯ হাজার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ এপ্রিল, ২০২১ ১১:৩৬

ভারতে বুধবার করোনা শনাক্ত হয় ৩ লাখ ৭৯ হাজার মানুষের দেহে। ওই দিন দেশটিতে মৃত্যু হয় ৩ হাজার ৬৪৫ জনের।

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত ভারতে একের পর এক রেকর্ড হচ্ছে দৈনিক শনাক্তের।

দেশটিতে বুধবার করোনা শনাক্ত হয় ৩ লাখ ৭৯ হাজার মানুষের দেহে। ওই দিন দেশটিতে মৃত্যু হয় ৩ হাজার ৬৪৫ জনের।

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এনডিটিভির বৃহস্পতিবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ মানুষের শরীরে। দেশটিতে ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক তিন লাখের বেশি শনাক্ত হচ্ছে ভারতে। দেশটিতে ১৫ এপ্রিল থেকে দৈনিক দুই লাখের বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হচ্ছে।

এ সংকটকে ঘনীভূত করেছে হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও দরকারি ওষুধের সংকট।

এমন বাস্তবতায় শনিবার থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য টিকা গ্রহণ উন্মুক্ত হচ্ছে।

দেশটিতে বুধবার সরকারি নিবন্ধন সাইট কোউইনে টিকা নিতে নিবন্ধন করেছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

চলমান পরিস্থিতি মোকাবিলায় ভারতকে সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন।

এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন বলেন, ভারতের সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সম্ভাব্য সব করবে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় সহায়তা করতে ভারতে ১০ কোটি ডলারের বেশি মূল্যের চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে উত্তর আমেরিকার দেশটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের বুধবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার থেকে এসব সরঞ্জাম ভারতে আসা শুরু হবে, যা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ভারতকে উপহার দেয়া চিকিৎসাসামগ্রীগুলোর মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক ও ১০ লাখ র‌্যাপিড টেস্ট কিট।

এ বিভাগের আরো খবর