সড়ক দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মৃতপ্রায় চার পুলিশ কর্মকর্তার দৃশ্যধারণ ও তাদের নিয়ে উপহাসের জন্য ১০ মাসের কারাদণ্ড হয়েছে অস্ট্রেলীয় এক নাগরিকের। পাশাপাশি তাকে ৭৭৪ ডলার জরিমানাও করা হয়েছে।
দেশটির একটি আদালতের বিচারক ট্রেভর রাইট বুধবার এ রায় দেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত ৪২ বছর বয়সী রিচার্ড পুসি প্রায় ৩০০ দিন ধরে পুলিশের হেফাজতে রয়েছেন। তাই তাকে খুব বেশিদিন আর জেলে থাকতে হচ্ছে না।
পুসির কর্মকাণ্ডকে ‘হৃদয়হীন, নিষ্ঠুর ও ঘৃণ্য’ হিসেবে উল্লেখ করেন বিচারক রাইট।
গত মাসে তিনি বলেছিলেন, দেশের সংবাদমাধ্যম পুসিকে যেভাবে উপস্থাপন করেছে, তাতে মনে হচ্ছে তিনি ‘সম্ভবত অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি’।
রায়ের সময় সড়কে মৃতপ্রায় পুলিশ কর্মকর্তাদের ভিডিও ধারণ করার মনোভাবের নিন্দা জানান বিচারক রাইট।
অস্ট্রেলিয়ার কিছু বাসিন্দার অভিযোগ, ওই চার কর্মকর্তার মৃত্যু পুসির কারণে হয়েছে। তবে এ অভিযোগ নাকচ করেন বিচারক।
পুসির উদ্দেশে তিনি বলেন, ‘জীবনের শেষ মুহূর্তে থাকা পুলিশ কর্মকর্তাদের ভিডিও করা এবং সে সময় যেসব শব্দ তুমি ব্যবহার করেছ, তা শুধু অবমাননাকর ও ভয়ংকরই নয়, একই সঙ্গে অনুভূতিহীন ও নিন্দনীয়।’
রাইট বলেন, পারসোনালিটি ডিজঅর্ডারসহ অন্যান্য মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন পুসি। তবে এ জন্য সাজা থেকে মুক্তি পাবেন না তিনি।
গত বছর মেলবোর্ন শহরে নির্ধারিত সীমার চেয়ে জোরে গাড়ি চালান মোর্টগেজ ব্রোকার পুসি। ওই সময় চার পুলিশ কর্মকর্তা তাকে থামতে বলেন।
এক পর্যায়ে পুসিকে গ্রেপ্তারের সময় হঠাৎ দিক পরিবর্তন করা এক লরির ধাক্কা লাগে ওই চার কর্মকর্তার গায়ে।
নিহতরা হলেন জ্যেষ্ঠ কনস্টেবল লিনেট টেলর ও কেভিন কিং এবং কনস্টেবল গ্লেন হামফ্রিস ও জশ প্রেস্টনি।
ঘটনার সময় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে কয়েক মিটার দূরেই দাঁড়িয়ে ছিলেন পুসি। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। তবে কর্মকর্তাদের হাল দেখে তাদের সহায়তায় কোনো উদ্যোগ না নিয়ে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা শুরু করেন পুসি। কয়েকটি ভিডিওর দৈর্ঘ্য তিন মিনিটেরও বেশি ছিল।
ভিডিও ধারণ শেষে ঘটনাস্থল থেকে পালিয়ে যান পুসি। পরের দিনে তাকে নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পুসির বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। পুসির বিচারের সময় আদালত একপর্যায়ে জানতে পারে, লরির নিচে পড়ে থাকা জ্যেষ্ঠ কনস্টেবল টেলরকে উপহাস করেছিলেন পুসি। বিশেষজ্ঞদের মত, ওই সময় খুব সম্ভবত বেঁচে ছিলেন টেলর।
চলতি মাসের শুরুতে চার পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে লরিচালক মহিন্দার সিংয়ের ২২ বছরের কারাদণ্ড হয়।