বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীদের রামায়ণ, মহাভারত পড়াবে সৌদি সরকার

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ১৩:২২

দেশটির প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ভিশন ২০৩০ ঘোষণার পর শিক্ষাক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে জ্ঞান দিতেই এমন কার্যক্রম।

শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাতে পাঠ্যক্রমে রামায়ণ ও মহাভারত যুক্ত করা হচ্ছে।

দেশটির প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ভিশন ২০৩০ ঘোষণার পর শিক্ষাক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে জ্ঞান দিতেই এমন কার্যক্রম হাতে নেন মোহাম্মাদন বিন সালমান।

সৌদি আরবে শিক্ষার সংস্কারে প্রিন্স সালমানের এই উদ্যোগ এরই মধ্যে প্রশংসিত হয়েছে বিভিন্ন দেশে। দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই সংস্কার কাজে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া। দ্য অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর এডুকেশনের (এসিইআর) সহায়তায় পাঠ্যক্রম সংস্কার হচ্ছে। দেশটির পরীক্ষা পদ্ধতি নিয়েও কাজ করছে সংস্থাটি।

অস্ট্রেলিয়ার একদল প্রশিক্ষক এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি শিক্ষকদের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ভারতের সংস্কৃতি হিসেবে যোগ ব্যায়াম এবং আয়ুর্বেদিকের খুব সুনাম রয়েছে। শিক্ষার্থীদের এসব বিষয়েও জ্ঞান দিতে সৌদি পাঠ্যক্রমে এগুলো যুক্ত করা হবে।

রামায়ণ-মহাভারতের পাশাপাশি ভিশন ২০৩০ নামে শিক্ষা সংস্কারে যে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার সেখানে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে।

শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা ও বহুমুখী জ্ঞান ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। ছবি: এএফপি

ভিশন ২০৩০

শিক্ষাখাতে সংস্কারের এই ভিশনে দেশটির স্কুল কলেজের পাঠ্যক্রম বদলে যাবে।

দেশটির এক টুইটার ব্যবহারকারী নওফ আল-মাওয়ারি তার ছেলের একটি পাঠ্যক্রমের স্ক্রিনশট শেয়ার করেন।

তিনি লিখেছেন, ‘সৌদি আরবের ভিশন-২০৩০ এবং পাঠ্যসূচিটি শিক্ষার্থীদের ভবিষ্যতে সহনশীল ও উদার হতে শিক্ষা দেবে।’

তিনি লেখেন, আমার ছেলের স্কুলে সোশ্যাল স্টাডিজ বিষয়ে পরীক্ষা আজ। সেখানে রয়েছে বিভিন্ন বিষয়ে কনসেপ্ট, হিন্দু, বৌদ্ধ, রামায়ণ, কারমা, মহাভারত এবং ধর্মের ইতিহাস রয়েছে। আমি তার পড়াশোনা খুব উপভোগ করছি।’

প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে কিছুদিন আগে সংস্কারের জন্য জনগণের মতামত চেয়েছিল সরকার। সেখানে পাঠ্যক্রমে কোন বিষয়গুলো যুক্ত করা যায়, এমন মতামত চাওয়া হয়।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হওয়ার পর থেকেই সৌদি আরবের আধুনিকায়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। নারীদের ওপর থেকে কঠোর বিধি-নিষেধ তুলে নিয়েছেন যুবরাজ সালমান। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগের পাশাপাশি গাড়ি চালনোর অনুমতিও পেয়েছেন তারা। এমনকি যেতে পারছে সিনেমা হলে।

এ নিয়ে তাকে বিরোধিতার মধ্যেও পড়তে হয়েছে। তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বেশ কিছুদিন থাকতে হয়েছে অন্তরালে।

রাজপরিবারে বিভেদের কারণে যুবরাজবিরোধী অনেকের মৃত্যুদণ্ড হয়েছে; কারও কারও মিলছে না খোঁজ।

এ বিভাগের আরো খবর