শ্বাসকষ্ট হচ্ছিল বৃদ্ধার। কিন্তু ভর্তি নেয়নি কোনো হাসপাতাল। অক্সিজেন মেলেনি কোনো দোকানে। চিকিৎসাহীন মৃত্যুর তিন ঘণ্টা পর এলো করোনা পরীক্ষার পজিটিভ প্রতিবেদন।
সংক্রমণের আশঙ্কায় কেউ এগিয়ে আসেনি। মরদেহ বাড়িতেই পড়েছিল ১৬ ঘণ্টারও বেশি। ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরের গড়ফা থানা এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার নাম সন্ধ্যা পাল।
স্বজনদের অভিযোগ, ৭৭ বছরের ওই বৃদ্ধার করোনা পরীক্ষার প্রতিবেদন আসেনি বলে ভর্তি নেয়নি কোনো হাসপাতাল।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শ্বাসকষ্ট হচ্ছিল ওই বৃদ্ধার। অক্সিজেনের অভাব আর চিকিৎসা না পেয়ে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ৮টার দিকে তিনি মারা যান।
সন্ধ্যার মৃত্যুর পরও ভোগান্তির শেষ নেই পরিবারের সদস্যদের। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে বাড়িতেই পড়েছিল মরদেহ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এদিকে মরদেহ থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
অন্যদিকে কলকাতা হাইকোর্টের ক্ষোভের মুখে রাজ্য নির্বাচন কমিশন করোনা সংকট মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় সব ধরনের শোভাযাত্রা, রোড শো, মোটরসাইকেল শোভাযাত্রা বাতিল করা হয়েছে। ৫০০ জনের বেশি লোক নিয়ে কোনো জনসভা করা যাবে না। কোভিড প্রটোকল লঙ্ঘন করলে অতিমারি ও বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, আইনি ব্যবস্থা নেয়া হবে ।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে সব সভা বাতিলের কথা জানিয়েছেন। মমতা লিখেছেন, ভার্চুয়াল সভার দিন পরে জানানো হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তার বাতিল হয়ে যাওয়া সভা স্থানীয় সময় বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৫টায় ভার্চুয়ালি করেন।