তালেবানের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ইস্তাম্বুলে বহুল প্রত্যাশিত আফগান শান্তি আলোচনা স্থগিত করেছে তুরস্ক।
রোজা ঈদের পর আলোচনা শুরু হবে বলে জানিয়েছে দেশটি।
স্থানীয় সময় মঙ্গলবার হাবেরতুর্ক নিউজ চ্যানেলকে এ কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
তিনি বলেন, ‘আফগান শান্তি আলোচনা স্থগিত সবার জন্য হিতকর হবে বলে আমরা মনে করি। কাতার, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সঙ্গে এ নিয়ে আমাদের কথা হয়েছে। রমজান ও ঈদ উদযাপন শেষে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে সব সেনা সরাতে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মনে করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহিংসতা সম্প্রতি বেড়েছে। সংকট নিরসন তুরস্কে অনুষ্ঠেয় সম্মেলনের দিকে নজর ছিল বিভিন্ন মহলের। আগামী শনিবার থেকে আলোচনা শুরু হয়ে তা ৪ মে শেষ হওয়ার কথা ছিল।
এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে বিদেশি সব সেনা না সরানো পর্যন্ত শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় তালেবান।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তালেবান প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া শান্তি আলোচনার কোনো মানে নেই।
‘আলোচনায় তালেবানের পক্ষ থেকে কারা থাকবেন ও তাদের অংশগ্রহণ নিয়ে পরিষ্কারভাবে আমরা কিছু জানি না। তাই এ মুহূর্তে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আফগানিস্তান সরকারের শীর্ষ এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান আলোচনায় বসতে রাজি না হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে ইস্তাম্বুল সম্মেলন হচ্ছে না।
এদিকে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম রয়টার্সকে পাঠানো বার্তায় বলেন, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনা স্থগিতের বিষয়ে তারা কিছু জানেন না। রমজান ও ঈদের পর কখন বৈঠক হবে, এ বিষয়েও তিনি কিছু বলতে পারছেন না।