বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিদি লাশের রাজনীতি করেন: মোদি

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ১৭ এপ্রিল, ২০২১ ২৩:৫৮

ভারতের শীতলকুচিতে চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিহত হন। মরদেহ নিয়ে র‌্যালি করার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ফোনালাপ ফাঁস হয়। সেটিই ইঙ্গিত করেন মোদি।

ভারতের পশ্চিমবঙ্গে শনিবার পঞ্চম দফা ভোটের দিনই আসানসোলে ষষ্ঠ দফার ভোটের নির্বাচনি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই জনসভা থেকে মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইঙ্গিত করে, বলেন, ‘বাংলার নারীরা সুরক্ষিত নয়। ১০ বছর আপনাদের সঙ্গে প্রতারণা করেছে দিদি। তিনি বাংলার কথা ভাবেন না। আসানসোলে এখন মাফিয়া রাজ চলছে। মাফিয়া রাজ শেষ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দিদি অহংকারী হয়ে গেছেন। নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকেন না।’ শীতলকুচি কাণ্ডে মমতার ফোনালাপ ফাঁস নিয়ে কটাক্ষ করে বলেন, ‘দিদি লাশের রাজনীতি করেন।’

পঞ্চম দফা ভোটের আগের সন্ধ্যায় বিজেপির পক্ষে ওই ফোনালাপ প্রকাশ্যে আনা হয়। ওই বিতর্কিত ফোনালাপ অডিওতে শোনা যাচ্ছে, মমতা ব্যানার্জি, কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ রায়কে বলছেন, ‘ডেড বডিগুলো এখন রেখে দাও। কালকে ডেটবডি নিয়ে র‌্যালি হবে। পরিবারগুলোকে বলবে, কেউ যেন ডেডবডি না নেয়।’

শীতলকুচিতে চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিহত হন।

বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ফোনালাপ ফাঁসের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।

আসানসোলের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আসানসোল দাঙ্গার জন্য দিদি দায়ী।’

আমডাঙ্গা ও আউশগ্রামে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘পাঁচজনের দুঃখজনক মৃত্যু নিয়ে দিদি রাজনীতি করছেন। দিদি শুধু নিজের ফায়দা বোঝেন।’

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শাহ বলেন, ‘নতুন বছরের সোনার বাংলা গড়বে বিজেপি। কাউকে আর ভাইপো ট্যাক্স দিতে হবে না। ২ মে দিদির বিদায় নিশ্চিত।’

তবে তৃণমূলের তরফে বলা হয়, ‘বিজেপি বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। বিজেপি বাংলায় বিভেদের রাজনীতি করছে। কমিশন আর কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে বিজেপি বাংলার ভোট লুট করছে।’

এ বিভাগের আরো খবর