বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধকরণ শুরু ইরানের

  •    
  • ১৬ এপ্রিল, ২০২১ ২০:১৪

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উপনীত করার কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রধান আলি আকবর সালেহি। তিনি বলেন, ‘আমরা এখন প্রতি ঘণ্টায় ৯ গ্রাম (৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম) পাচ্ছি।’

তুমুল উত্তেজনার মধ্যেই নাতাঞ্জের পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে ইরান। পারমাণবিক ক্ষেত্রটির বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের কয়েক দিন পর এ ঘোষণা দিল তেহরান।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উপনীত করার কাজ শুরুর বিষয়টি স্থানীয় সময় শুক্রবার রাতে নিশ্চিত করেন ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রধান আলি আকবর সালেহি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে সালেহি বলেন, ‘আমরা এখন প্রতি ঘণ্টায় ৯ গ্রাম (৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম) পাচ্ছি।’

এর আগে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশে উন্নিত করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে ইরানের পার্লামেন্টে স্পিকার জানান, ইরানের বিজ্ঞানীরা সফলভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উন্নিত করার কাজ স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে শুরু করেছে।

ইরানের রাজনীতিক মোহাম্মদ বাঘের কালিবাফকে উদ্বৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করে। তবে কী পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

কালিবাফ বলেন, ‘মিরাকল কিছু করাই ইরানিয়ান জাতির অভিপ্রায়। আর এটাই যেকোনো ষড়যন্ত্রকে অকার্যকর করবে।’

গত রোববার নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান বলছে, এই বিস্ফোরণে ইসরায়েলের হাত রয়েছে। ওই ঘটনার পাঁচ দিনের মাথায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উন্নীত করার ঘোষণা দিল দেশটি।

এই পদক্ষেপে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর টানাপোড়েন আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তগুলোর সঙ্গে ভিয়েনায় দেন দরবার চলছে তেহরানের।

ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তিতে আবার ফিরে আসতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে জো বাইডেন প্রশাসন। বিষয়টি নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এই আলোচনায় প্রতিনিধি রয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার।

তেহরান থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা হলে পরমাণু কর্মসূচি থেকে মোটেও সরে দাঁড়াবে না ইরান। এসব আলোচনার মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশে উন্নিত করার কাজ শুরু করে দিলো দেশটি।

নাতাঞ্জ পারমাণবিক ক্ষেত্রে হামলার জন্য ইরান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি না ইহুদি রাষ্ট্রটি। তবে দেশটি বলছে, পরমাণু অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখতে সব করবে তারা।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উন্নিত করলেও বিস্ফোরক উপাদানটি পারমাণবিক অস্ত্র অর্জন পর্যায়ে নিয়ে যাওয়ার আরও কাছে চলে যাবে ইরান। পারমাণবিক অস্ত্র বানাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০ শতাংশে উন্নীত করতে হয়।

ইরান এতদিন ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে আসছিল, যা পারমাণবিক অস্ত্র অর্জনের প্রাথমিক পদক্ষেপ। অবশ্য পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ সীমা ৩.৬৭ শতাংশ পর্যন্ত বেধে দেয়া হয়েছিল।

তেহরানে নিযুক্ত আল জাজিরার সাংবাদিক আসাদ বেগ বলেন, ‘এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই মাত্রা এখন পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ মাত্রা।’

এ বিভাগের আরো খবর