পাকিস্তানের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান আল্লামা সাদ হুসেইন রিজভিকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে টিএলপির নেতা-কর্মীদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অনেকে।
দেশটির বিভিন্ন শহরে সোমবার দুপুরে সহিংসতা ছড়িয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
গত বছর অক্টোবরের শুরুতে ফ্রান্সের একটি স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক ৪৭ বছর বয়সী স্যামুয়েল প্যাটি মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আঁকা কার্টুন শিক্ষার্থীদের দেখান। ১৬ অক্টোবর ওই স্কুলশিক্ষকের শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের চেচেন বংশোদ্ভূত এক যুবক।
ওই ঘটনার পর থেকে মহানবীর কার্টুন আঁকার প্রতিবাদ জানিয়ে আসছে টিএলপি। তাদের দাবি, পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তার নিজ দেশে ফেরত পাঠানো হোক। পাশাপাশি ফ্রান্সের পণ্য আমদানিও যাতে নিষিদ্ধ করা হয়।
সংসদে বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে ১৬ নভেম্বর টিএলপির কাছে তিন মাসের সময় চায় পাকিস্তান সরকার। ওই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময়সীমা ১৬ ফেব্রুয়ারি শেষ হয়। সে সময় টিএলপির কাছে আরও সময় চাওয়া হয়। ২০ এপ্রিল পর্যন্ত ওই ইস্যুতে কোনো বিক্ষোভ হবে না জানায় টিএলপি।
রোববার এক ভিডিও বার্তায় টিএলপি কর্মীদের উদ্দেশে রিজভি বলেন, পাকিস্তান সরকার এবারও সময়সীমার মধ্যে কোনো ব্যবস্থা না নিলে দলের নেতা-কর্মীরা যেন লং মার্চের প্রস্তুতি নেয়।
এরপর সোমবার দুপুর ২টার দিকে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ওয়াহদাত রোড থেকে রিজভিকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার প্রতিবাদে কয়েক ঘণ্টার মধ্যে টিএলপির নেতা-কর্মীরা লাহোরের গ্যান্ড ট্রাঙ্ক রোডসহ বিভিন্ন শহরের মহাসড়ক ও রেললাইন অবরোধ করে।
একপর্যায়ে অবরোধের কারণে গোটা দেশের সঙ্গে লাহোর, গুজরানওয়ালা, ইসলামাবাদ, পেশোয়ারের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। করাচি, লাহোর, ইসলামাবাদসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে টিএলপি কর্মীদের সংঘর্ষ বাঁধে।