বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারের সমালোচনা, তুরস্কের সাবেক ১০ নৌ কর্মকর্তা গ্রেপ্তার

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ১৬:২৫

তুরস্কের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নৌবাহিনীর সাবেক ১০ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আরও চার কর্মকর্তাকে আগামী তিনদিনের মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে। অধিক বয়স বিবেচনায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়নি।

তুরস্কের প্রধান জলপথকে ঘিরে ১৯৩৬ সালে করা চুক্তি সম্ভাব্য হুমকির মুখে পড়তে পারে বলে সম্প্রতি সতর্ক করে একটি খোলা চিঠি লেখেন দেশটির নৌবাহিনীর অবসর প্রাপ্ত ১০৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এর পরপরই তাদের ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

চিঠিতে তুরস্ক সরকারের সমালোচনা করায় সোমবার তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

গত মাসে পানামা বা সুয়েজ খালের মতো ইস্তাম্বুলে একটি খাল করার অনুমোদন দেয় তুরস্ক। দেশটির সরকারের ওই সিদ্ধান্তকে ১৯৩৬ সালে করা মনট্রিয়াক্স চুক্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ইস্তাম্বুল খাল, যেখানে নতুন বিমানবন্দর, সেতু, রাস্তা ও টানেল নির্মাণের কথা রয়েছে।

যুদ্ধ ও শান্তি উভয় সময় বসফরাস ও দার্দানেলিস প্রণালীতে বেসামরিক নৌযান কোনো ধরনের বাধা ছাড়াই চলাচলের কথা মন্ট্রিয়াক্স চুক্তিতে বলা হয়েছে। এ ছাড়া ওই দুই প্রণালীর সীমানার অভ্যন্তরে তুরস্কের পূর্ণ নিয়ন্ত্রণের কথাও চুক্তিটিতে রয়েছে।

চিঠিতে নৌ বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, মনট্রিয়াক্স চুক্তি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হওয়া উদ্বেগের। ওই চুক্তিতে তুরস্কের স্বার্থ সবচেয়ে বেশি সুরক্ষিত রাখা হয়।

তুরস্কের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নৌবাহিনীর সাবেক ১০ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আরও চার কর্মকর্তাকে আগামী তিনদিনের মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে। অধিক বয়স বিবেচনায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়নি।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাংবিধানিক নির্দেশ থেকে বাঁচতে সাবেক নৌ কর্মকর্তারা বল ও সহিংসতার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে রোববার রাষ্ট্রের ‘নিরাপত্তা ও সাংবিধানিক নির্দেশের বিরুদ্ধে অপরাধ সংগঠনের’ সন্দেহে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাদের নিয়ে তদন্ত শুরু করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর।

গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে একজন সেম গারদেনিজ। ‘ব্লু হোমল্যান্ড’ নামে তুরস্কের বিতর্কিত নতুন সামুদ্রিক তত্ত্বের জনক তিনি।

গারদেনিজের ব্লু হোমল্যান্ড তত্ত্ব তুরস্কে সম্প্রতি জনপ্রিয় হয়। বিশেষ করে গত বছর পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের গ্যাস অনুসন্ধানকে ঘিরে গ্রিস ও তুরস্কের মধ্যকার উত্তেজনা প্রশমনে ওই তত্ত্ব কাজে দেয়।

ব্লু হোমল্যান্ড তত্ত্বে বলা হয়, গ্রিসের কয়েকটি দ্বীপ ঘিরে থাকা জলপথসহ সব সামুদ্রিক সীমান্তের ওপর অধিকার তুরস্কের রয়েছে।

নৌবাহিনীর ১০৪ কর্মকর্তার চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তুরস্কের কর্মকর্তারা জানান, চিঠিতে সামরিক অভ্যুত্থানের আহ্বান করা হয়েছিল বলে প্রতীয়মান হচ্ছে।

রোববার তুরস্কের সংসদের স্পিকার মুস্তফা সেনটোপ বলেন, ‘কেউ যদি নিজের ভাবনার কথা জানায়, তা এক বিষয়। কিন্তু ঘোষণা দিয়ে অভ্যুত্থানের ডাক দেয়া ভিন্ন বিষয়।’

১৯৬০ ও ১৯৮০ সালের মধ্যে তুরস্কে তিনবার সামরিক অভ্যুত্থান হয়। ২০১৬ সালে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলমান ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা ওই সেনা অভ্যুত্থান করতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরো খবর