তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি টানেলে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৬৬ জন।
স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টার দিকে পূর্ব তাইওয়ানের উত্তর হুয়ালিয়েন নামক স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের একটি ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ট্রেনটি তাইপে থেকে তাইতুংয়ে যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই পর্যটক। এটিকে গত চার দশকে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ফুটেজে দেখা যাচ্ছে, টানেলের ভেতরে ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে। অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে আটকে পড়া যাত্রীদের কাছে উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন হচ্ছে।
দমকলবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল। তাইওয়ানের সংবাদমাধ্যম বলছে, ট্রেনটি যাত্রীতে পূর্ণ থাকায় অনেকে দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার সময় অনেকে ছিটটে যান।
আহত ৪০ জনের বেশি যাত্রীকে এরই মধ্যে হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বগির ভেতরে এখনও প্রায় ৭০ জন যাত্রী আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তাওয়ানের সংবাদমাধ্যমে খবর, টানেলে আটকে থাকা প্রথম চারটি বগি থেকে ৮০ থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে রয়েছে আরও পাঁচটি বগি। সেগুলোতে পৌঁছানো কঠিন হচ্ছে।
তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি লিখেছে, ট্রাকটি যথাযথভাবে পার্ক করা ছিল না। ধারণা করা হচ্ছে ট্রাকটির অংশ বিশেষ ট্রেনের লাইনে ছিল। ফুটেজে দেখা যায়, ট্রাকের ধ্বংসাবশেষ লাইনচ্যুত ট্রেনটির পাশেই পড়ে আছে।
তাইওয়ানিজ টেলিভিশনে ট্রেনের এক যাত্রী বলেন, ‘আমাদের ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি লাইনে পড়েছিল।’
তাইওয়ানে ঐতিহ্যবাহী ‘টম্ব সুইপিং ডে’ উদযাপনের প্রাক্কালে এ দুর্ঘটনা ঘটল।
দেশটির পূর্বাঞ্চলীয় পার্বত্য উপকূল পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গা। তাইপে থেকে এই এলাকায় আসা রেলপথ টানেলের জন্য বিখ্যাত। প্রায় ঘটে দুর্ঘটনা।
এই রেলপথ দুর্ঘটনাস্থলের পাশের উত্তরাঞ্চলের হুয়ালিয়েন এলাকাকে সংযুক্ত করেছে। তাইপে ও হুয়ালিয়েনকে সংযুক্তকারী এই রেললাইন চালু হয় ১৯৭৯ সালে।
২০১৮ সালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলের একটি ট্রেন লাইনচ্যুত হলে ১৮ জনের মৃত্যু হয়। আহত হন ১৭৫ জন। এর আগে ১৯৮১ সালে উত্তর তাইওয়ানে এক ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়।