বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে ভোটের উত্তেজনা তুঙ্গে

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ২৩:০০

বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হচ্ছে দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোটাভুটি। সবার নজর নন্দীগ্রামে। সেখানে লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীর।

রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে বিধানসভার দ্বিতীয় দফায় ভোট। তার আগে বুধবার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের ব্যাপক গোলমাল হয়।

বুধবার পশ্চিমবঙ্গের সপ্তম দফা বিধানসভা নির্বাচনের জন্য ব্যারাকপুরে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলেন তৃণমূল প্রার্থী, চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন তার অভিনয়শিল্পী প্রেমিকা শুভশ্রীও।

একই সময়ে মনোনয়ন দাখিল করতে আসেন বিজেপি প্রার্থী তথা দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। উভয় পক্ষের সমর্থকরা জড়িয়ে পড়েন মারামারিতে। আক্রান্ত হন উভয় দলের প্রার্থীরা।

ব্যাপক বোমাবাজি হয়। গুলি চলে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। টহল দিচ্ছে আধাসামরিক বাহিনীর সদস্যরা।

গোলমাল প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলেন, ‘বিজেপি হারবে জেনেই এমনটা করেছে। বিজেপির লোকই যে গুলি চালিয়েছে, তা স্পষ্ট।’

ভোটের উত্তেজনায় বুধবার রক্তাক্ত ব্যারাকপুর। ছবি: সংগৃহীত

অন্যদিকে, শুভ্রাংশুর অভিযোগ, হার নিশ্চিত জেনেই তৃণমূল তাকে খুন করার চেষ্টা করেছিল। গোটা ঘটনার দায় তিনি বিজেপির কাঁধেই চাপান।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন। সবার নজর নন্দীগ্রামে। সেখানে লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীর। ভোটের আগে ২৭০টি বুথেই জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টির মধ্যে ৩০টি কেন্দ্রে ভোট হচ্ছে। প্রথম দফায়ও হয়েছে ৩০টি কেন্দ্রে ভোট। পশ্চিমবঙ্গে মোট আট দফায় ভোট শেষ ২৮ এপ্রিল। মূল লড়াই শাসক দল তৃণমূলের সঙ্গে বিজেপির।

অসমে শাসক দল বিজেপিকে হারাতে এবার মরিয়া কংগ্রেস। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩৯টি কেন্দ্রে ভোট হবে। ইতিমধ্যে ৪৭টি কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। ১২৬ আসনের অসম বিধানসভার শেষ দফার ভোট ৬ এপ্রিল।

ভোট গণনা ২ মে। ৫ রাজ্যের বিধানসভা ভোট শেষ হওয়ার পর একসঙ্গে গণনা হবে।

এ বিভাগের আরো খবর