ভারতের পশ্চিমবঙ্গ ও অসমে দোল উৎসবের দিনেও ভাটা পড়েনি ভোটের প্রচারে। রোববার দিনব্যাপী প্রচার চালিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।
১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে অসম ও পশ্চিমবঙ্গে।
রোববার পুরো রাজ্য মেতে উঠেছিল দোলে। তারকা থেকে শুরু করে আমজনতা, সকলেই বসন্তের এই রঙের খেলায় নিজেকে রাঙিয়ে নেন। ভোট প্রার্থীরাও জনসংযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন দোল উৎসব।
১ এপ্রিল পশ্চিমবঙ্গের চার জেলার ৩০টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। এতেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাগ্য। তিনি লড়ছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।
নন্দীগ্রামের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। রোববার দোলের দিন সেখানে প্রচারে এসেছিলেন বিজেপির সাবেক সভাপতি, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিনেতা মিঠুন চক্রবর্তীও এদিন বিজেপির হয়ে রোডশো করেন।
দোলের দিনেও ভোট প্রচারে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ২৯৪টির মধ্যে ৩০টি কেন্দ্রে ভোট নেয়া শেষ। প্রথম দফার ভোট প্রসঙ্গে মমতা বলেন, ‘বিজেপি প্রথম দফার ৩০টি আসনে রসগোল্লা পাবে।’
বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘বাংলায় সবাই একসঙ্গে থাকে, এখন এসেছে সংখ্যালঘুদের ভোট ভাগ করতে। বহিরাগতদের সমর্থন করবেন না, আপনার ঘর দখল করে নেবে।’
অন্যদিকে অমিত শাহের দাবি, ‘৩০টির মধ্যে ২৬টি আসনেই জিতব। বড় ব্যবধানে এই সব কেন্দ্রে বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গের ভোট হয়েছে শান্তিপূর্ণ। বেশি ভোট পড়া বিজেপির পক্ষে শুভ সংকেত।’
বিজেপি নেতার এহেন দাবির বিপরীতে তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েনের টুইটবার্তায় বলেন, ‘মনস্তাত্ত্বিক খেলা আর কাজে দেবে না। গুজরাত জিমখানাতে গিয়ে আসন সংখ্যা নিয়ে স্ট্যান্টবাজি দেখান।’
পশ্চিমবঙ্গের পাশাপাশি ১২৬ সদস্যের অসম বিধানসভার ৪৭টি কেন্দ্রে ভোট হয়েছে শনিবার। ৪৭টির মধ্যে বিজেপি ৩৭টি পাবে বলে এদিন দাবি করেন অমিত শাহ। গতবার ৪৭-এর মধ্যে ৩৫টি পেয়েছিল বিজেপি।
তবে শাহের এই দাবি মানতে নারাজ কংগ্রেস। দলটির নেতা পার্থরঞ্জন চক্রবর্তীর পাল্টা দাবি, ‘প্রথম দফায় বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও অসমে কংগ্রেসের নেতৃত্বে মহাজোটেরই সরকার হবে।’
অসমে দ্বিতীয় দফায় ভোট হবে ৩৯ কেন্দ্রে। তৃতীয় ও শেষ দফায় ভোট ৬ এপ্রিল। অসমে এই দুই দফায় কংগ্রেস ভালো ফল করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন।
ভারতের পাঁচ রাজ্যে মোট আট দফায় ভোট শেষ হওয়ার পর ২ মে একসঙ্গে ভোট গণনা হবে।