পশ্চিমবঙ্গ ও অসমে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে জিতবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-এর বেশি আসনে জয় পাবে।
অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গ ও অসমে শনিবার শান্তিপূর্ণভাবে প্রথম দফার ভোট হয়েছে। বুথ পর্যায়ের কর্মী ও দলীয় নেতাদের সাথে আলোচনার পরে বলতে পারি, পশ্চিমবঙ্গের ৩০ আসনের মধ্যে ২৬টিরও বেশি জিতব আমরা।’
বিজেপির সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়েছি, অসমের ৪৭ আসনের মধ্যে বিজেপি ৩৭টির বেশি আসন জিতবে। দুটি রাজ্যেই আমরা বড় ব্যবধানে জিতব। পশ্চিমবঙ্গে ২০০টির বেশি আসন নিয়ে ওই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। অসমেও দ্বিতীয়বার সরকার গঠন করবে বিজেপি জোট।’
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের জন্য ভোট হবে আট দফায়। অসমে ১২৬টি আসনের জন্য ভোট হবে তিন দফায়। শনিবার ওই দুটি রাজ্যে প্রথম দফার ভোট হয়েছে।
অমিত শাহ বলেন, ‘মানুষ মোদির ওপর ভরসা করছেন। তারা চান কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প বাংলাতেও আসুক। তাই তারা আমাদের ক্ষমতায় আনবেন। বাংলায় যেভাবে তুষ্টিকরণ হতো, যেভাবে অনুপ্রবেশ হতো, যেভাবে দুর্নীতিতে ভরে গিয়েছিল, তাতে বাংলার মানুষ হতাশ।’
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শারদ পাওয়ারের সঙ্গে এক গোপন বৈঠকের সত্যতা জানতে চাইলে অমিত শাহ কিছু বলতে অস্বীকার করেন।
আহমেদাবাদে মহারাষ্ট্রের প্রবীণ ওই রাজনীতিকের সঙ্গে শনিবার অনুমিত বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অমিত শাহ বলেন, ‘জনসমক্ষে সবকিছু প্রকাশ করার প্রয়োজন নেই।’
মহারাষ্ট্রে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোট সরকারে শরিক হয়েছে এনসিপি।