মিসরের সোহাজ শহরে দুটি ট্রেনের সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে ৩২ যাত্রীর। আহত হয়েছে অন্তত ৬৬ জন।
শুক্রবার সোহাজের উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার জন্য ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তীব্র সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সহযোগিতা করছেন স্থানীয়রাও।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
নিরাপত্তা কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই ট্রেনের সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে দুটি বগি। উল্টে গেছে আরেকটি বগি। দুর্ঘটনার সময় খুব একটা বেশি গতিতে চলছিল না ট্রেন দুটি।
মিসরের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ট্রেনের ‘ইমার্জেন্সি ব্রেকে’ টান দেয়ার পর এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ ব্রেকের কারণে থেমে থাকা একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চলন্ত ট্রেনটি। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে চলছে তদন্ত।
ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মিসরের স্বাস্থ্যমন্ত্রী।
উত্তর আফ্রিকায় সর্ববৃহৎ ও সবচেয়ে প্রাচীন রেল যোগাযোগের দেশ মিসর। অব্যবস্থাপনা ও দুর্বল অবকাঠামোর কারণে দেশটিতে প্রায়ই ছোটবড় রেল দুর্ঘটনা ঘটে।
২০১৭ সালে সরকারি তথ্যেই মিসরে রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১ হাজার ৭৯৩ জনের।
তবে দেশটিতে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে। রাজধানী কায়রো থেকে মিসরের দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় চলন্ত ট্রেনে আগুন লেগে প্রাণ যায় ৩ শতাধিক মানুষের।