বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্দুকে লাগাম চান বাইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ মার্চ, ২০২১ ০৮:৪৩

যুক্তরাষ্ট্রে কাউকে অস্ত্র রাখার অনুমতি দেয়ার আগে তার অতীত পর্যালোচনা ব্যবস্থায় ফাঁকফোকর বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন। একই সঙ্গে তিনি হামলায় ব্যবহৃত অস্ত্র রাখার ওপর নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।

দশকের বেশি সময়ে সবচেয়ে কম বন্দুক হামলার এক বছর পার করে ফের হত্যার উৎসব দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে সপ্তাহের কম সময়ে দুইবার হলো বন্দুক হামলা। সবশেষ স্থানীয় সময় সোমবার রাতে কলোরাডো অঙ্গরাজ্যের মুদি দোকানে বন্দুক হামলায় ১০ জন নিহত হন, যাদের মধ্যে রয়েছেন এক পুলিশ কর্মকর্তাও।

এমন বাস্তবতায় বন্দুক ব্যবহারে লাগাম টেনে ধরতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার বক্তৃতাকালে বাইডেন বন্দুক নিয়ন্ত্রণে দ্রুত আইন পাসের তাগিদ দিয়েছেন।

কলোরাডোর নিহত ব্যক্তিদের স্মরণে তিনি হোয়াইট হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেন, যেমনটা তিনি করেছিলেন আটলান্টায় বন্দুক হামলার ঘটনায়।

যুক্তরাষ্ট্রে কাউকে অস্ত্র রাখার অনুমতি দেয়ার আগে তার অতীত পর্যালোচনা ব্যবস্থায় ফাঁকফোকর বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন। একই সঙ্গে তিনি হামলায় ব্যবহৃত অস্ত্র রাখার ওপর নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।

চলতি মাসের শুরুতে কোনো ব্যক্তির অতীত ইতিহাস পর্যালোচনা-সংক্রান্ত দুটি বিলে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। সে বিলগুলো পাসে সিনেটরদের প্রতি তাগিদ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ডেমোক্রেটিক পার্টির বর্ষীয়ান এই নেতা বলেন, ‘কাণ্ডজ্ঞানপ্রসূত পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যৎ প্রাণহানিরোধে আমার এক ঘণ্টা তো দূরের কথা, এক মিনিটও অপেক্ষার দরকার নেই।

‘এটা দলীয় বিষয় নয়; হওয়া উচিতও নয়। এটা গোটা আমেরিকার ইস্যু।’

বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণে বিরোধী রিপাবলিকান পার্টি বিভিন্ন সময়ে অনাগ্রহ দেখিয়েছে। এ কারণে দ্বিধাবিভক্ত সিনেটে অতীত পর্যালোচনাবিষয়ক বিলগুলো পাস হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এমন পরিস্থিতিতে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে বাইডেন কোনো নির্বাহী তৎপরতা চালাবেন কি না, তা সাংবাদিকরা জানতে চান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকির কাছে। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট বেশ কিছু বিষয় বিবেচনায় রেখেছেন।

এ বিভাগের আরো খবর