পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মনোনয়ন নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো। সোমবার কলকাতার হেস্টিংসে দলের নির্বাচনি কার্যালয়ে বিজেপি সমর্থকরা বিক্ষোভ করেছেন প্রার্থী বদলের দাবিতে।
বিজেপিকর্মীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় যোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হয়নি। প্রার্থী বদলের দাবিতে তাদের এই আন্দোলন সামাল দিতে হিমশিম খান পুলিশ সদস্যরা।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু ২৭ মার্চ। ৮ দফায় হবে ভোট। এরই মধ্য তিন দফার ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে পুরোদমে।
বিজেপি এখনও সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। তৃণমূল বহু আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
এবারের ভোটে দলের টিকিট না পেয়ে বহু নেতাই দলবদল করছেন। নির্বাচনের আগে টিকিট না পেয়ে তৃণমূলের অনেক নেতাই যোগ দিয়েছেন বিজেপিতে।
আর তাদের মনোনয়ন দেয়ায় বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। লড়াই চলছে নব্য আর আদিতে। বিজেপি নেতারা অবশ্য এর দায় চাপাচ্ছেন শাসক দল তৃণমূলের কাঁধে।
এরই মধ্যে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায় তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বিধায়ক ছিলেন।
তৃণমূল ছাড়লেন অভিনেত্রী দেবশ্রী রায়। ফাইল ছবি
সোমবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার অভিযোগ, দল তাকে যোগ্য সম্মান দিচ্ছে না। তাই ফের সিনেমার জগতেই ফিরতে চান তিনি।
এমন দলবদলের মধ্যেই ভোটের প্রচারও জমে উঠেছে পশ্চিমবঙ্গে। হুইল চেয়ারে চেপেই সভা করছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, ভাঙা পা নিয়েই লড়বেন তিনি।