বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ধাক্কা?

  •    
  • ১২ মার্চ, ২০২১ ২৩:১৩

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের শুরুতে দেশটিতে সংক্রমণ শুরু হওয়ার পর এক দিনে এত বেশি রোগী কখনও দেখেনি রাজ্যটি।

ভারতের নাগপুরে করোনা রোগী বাড়তে থাকার কারণে লকডাউন ঘোষণার মধ্যে শহরটি যে রাজ্যের অংশ সেই মহারাষ্ট্রে ব্যাপকভাকে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। সেখানে গত ২৪ ঘণ্টায় যত রোগী শনাক্ত হয়েছে, তা এর আগে কখনও হয়নি।

করোনার গণটিকা শুরুর মধ্য ভাইরাসটি নতুন করে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে, এটি দ্বিতীয় ধাক্কা কি না।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের শুরুতে দেশটিতে সংক্রমণ শুরু হওয়ার পর এক দিনে এত বেশি রোগী কখনও দেখেনি রাজ্যটি।

শুক্রবার রাজ্য সরকার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রে গত তিন মাস প্রতিদিন গড়ে ছয় হাজার জনের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিন ধরে রাজ্যটিতে গড়ে ১৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে।

গোটা ভারতে এখন পর্যন্ত রাজ্যটিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

চিকিৎসা শেষে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১১ হাজারের বেশি মানুষ।

রাজ্য সরকার গত বৃহস্পতিবার সবচেয়ে বেশি আক্রান্ত শহর নাগপুরে এক সপ্তাহের লকডাইন ঘোষণা করেছে।

এছাড়া, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার প্রাদুর্ভাব সামাল দিতে সাতদফা প্রস্তাব বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।

এ বিভাগের আরো খবর