ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বহুতল ভবনে সোমবার সন্ধ্যায় লাগা আগুন নেভাতে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের অগ্নি ও জরুরি সেবামন্ত্রী সুজিত বোসের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
সুজিত জানান, ওই ৯ জনের মধ্যে ফায়ার সার্ভিসের চার কর্মী, রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফ) দুই জওয়ান ও কলকাতা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।
কলকাতার স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট ভবনটিতে রেলওয়ের দপ্তর আছে। ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা তদারকিতে যাওয়া কর্তাব্যক্তিদের মধ্যে ছিলেন মন্ত্রী সুজিত বোস, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলিধর।
ঘটনার পরপরই সুজিত বোস সাংবাদিকদের বলেছিলেন, সংকীর্ণ জায়গার ছোট একটি সমস্যা মোকাবিলা করছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের মই সঠিক জায়গায় স্থাপন করা কষ্টসাধ্য হয়ে গেছে। তারা এ সমস্যা নিরসনে কাজ করছেন।
উদ্ধার তৎপরতা দেখতে সোমবার রাতে ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। মৃত প্রত্যেকের স্বজনদের ১০ লাখ রুপি করে দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের একজন করে সদস্য সরকারি চাকরি পাবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার সকালে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘কলকাতার আগুন ট্র্যাজেডিতে প্রাণহানির ঘটনায় ব্যথিত। ব্যথাতুর এ সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। দগ্ধরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
রেলওয়ে কার্যালয় থাকা ভবনে আগুনের ঘটনায় ভারতের পূর্বাঞ্চলীয় রুটে টিকিট বুকিং বিঘ্নিত হচ্ছে। এক কর্মকর্তা জানান, ভবনটিতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় এমনটি হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, আগুন লাগা ভবনটিতে রেলের পূর্বাঞ্চলীয় যাত্রী সুরক্ষা ব্যবস্থার সার্ভার কক্ষ রয়েছে।